সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৩ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
কবিতা উৎসব ম স্টার রিপোর্টার, নোয়াখালী 'কবিতার জাগরণ উপকূলে আমরণ' এই সেস্নাগানে নোয়াখালীতে আজ (২৩ মে বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নোয়াখালী কবিতা উৎসব। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ উৎসবে ঢাকাস্থ বৃহত্তর নোয়াখালীর কবি এবং নোয়াখালী, ফেনী, লক্ষ্ণীপুর, ভারত ও জাতীয় পর্যায়ের আমন্ত্রিত কবিরা কবিতা পাঠে অংশ নেবেন। এ উপলক্ষে বুধবার জেলা শহরের মৌমাছি কচি-কাঁচার মেলা ভবনে আয়োজিত সংবাদ সম্মেনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরীকে। সমন্বয় সভা ম বাগেরহাট প্রতিনিধি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বাগেরহাট জেলার সংশ্লিষ্ট বিজ্ঞ প্যানেল আইনজীবীদের সঙ্গে মঙ্গলবার অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সমন্বয় সভার উদ্দেশ্য ছিল কর্মী ও প্যানেল আইনজীবীদের মধ্যে মামলা সংক্রান্ত বিষয়ে সমন্বয় ও জবাবদিহিতা বৃদ্ধি করা। সভায় আলোচনা করেন প্রধান কার্যালয়ের লিগ্যাল কাউন্সেলিং (সেইফগার্ডিং) ম্যানেজার এস এম নাজমুল হক, খুলনা জোনাল ম্যানেজার (সেলপ) প্রশান্ত কুমার দে ও পাবনার লিগ্যাল প্রোটেকশন ম্যানেজার এ বি এম জাহিদুল হাসান। সভার আয়োজন করেন ডিস্ট্রিক্ট ম্যানেজার (সেলপ) পলাশ হালদার ও ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) মো. ইসমাইল হোসেন। বিনামূল্যে চক্ষু পরীক্ষা ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প (চক্ষুবিষয়ক) অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ২২ জন চোখের ছানিপড়া রোগী শনাক্ত করা হয়। বুধবার ভাদুরিয়া পিপিইপিপি-ইইউ প্রকল্প ইউনিট অফিসের আয়োজনে দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন গ্রাম বিকাশ কেন্দ্রের এলাকা ব্যবস্থাপক মো. আব্দুল ওহাব। এ সময় ছিলেন কারিগরি কর্মকর্তা-পুষ্টি মেহেদী হাসান, শাখা ব্যবস্থাপক মজিদুল ইসলাম, এটিও নাসিমা আক্তার পেয়ারী, আবু সাঈদ সুমেল এবং মরিয়ম চক্ষু হাসপাতালের প্রতিনিধি মো. আহাদুজ্জামান কর্মসূচি সমন্বয়কারীসহ অনেকে। \হ কর্মশালা অনুষ্ঠিত ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) আলুর উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বগুড়ার টিএমএসএস বিনোদন জগতে অ্যাগ্রোপ্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি), বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু। সভাপতিত্ব করেন টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিএসএ'র পরিচালক বৃহত্তর বগুড়া হিমাগার মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ। শরবত বিতরণ ম দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি ফেনীর দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তীব্র গরমে পথচারীদের মাধ্যে সুপেয় পানি ও শরবত বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে এ শরবত বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে ছিলেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কামরান উল্যাহ, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, সাবেক কমিশনার মহিউদ্দিন আহমেদ জুয়েল, বাজার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, ট্রাস্টের চেয়ারম্যান আবু তাহের পন্ডিত, পরিচালক মোয়াজ্জেম হোসেন মালদার। শিক্ষার্থীদের সংবর্ধনা ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির গুইমারায় প্রতিষ্ঠিত শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত পাঁচ শিক্ষার্থীকে সংবর্ধনা ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন। মঙ্গলবার বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন ও ২৪ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের স্পৃহা জাগানোর লক্ষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফাসহ অন্যান্য অফিসার। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে পারি ডেভেলপমেন্ট ট্রাস্টেও আয়োজনে দুই দিনব্যাপী মাতৃস্বাস্থ্য, পুষ্টি, বৈচিত্র্যময় খাদ্য গ্রহণ ও ওয়াশবিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রোজেক্ট ম্যানেজার কমল পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. জেবুন্নেসা। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ সুব্রত চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের কর্তব্যরত কর্মকর্তারা। মেডিটেশন দিবস ম গাইবান্ধা প্রতিনিধি 'ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ'- এই প্রতিপাদ্য নিয়ে ৪র্থবারের মতো পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। বুধবার শহরের বিভিন্ন প্রান্ত থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনের সব সদস্য ও সাধারণ বিভিন্ন পেশার মানুষ মেডিটেশন দিবস পালন করার জন্য আসা শুরু করেন। গাইবান্ধা সেলের আর্ডেন্টিয়ার ফারুক হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মেডিটেশন দিবস উদযাপন শুরু হয়। এ প্রোগ্রামে কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহাল আল বোখারীর অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বাণী শোনানো হয়। এরপর মো. শামসুজ্জোহা মিয়ার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিশ্ব মেডিটেশন দিবসের সমাপনী ঘোষণা করা হয়। সভা অনুষ্ঠিত ম পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক পস্ন্যাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ডেমোক্রেসি ওয়াচ বাস্তবায়িত 'আস্থা' প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলা শহরের সেন্ট্রাল গেস্ট হাউস মিলনায়তনে নাগরিক পস্ন্যাটফর্মের জেলা কমিটির আহ্বায়ক ও বিকাশ বাংলাদেশ'র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এম আলাউদ্দীন প্রধানের সভাপতিত্বে আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী নুরুল ইসলাম নাহিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডুডুমারী গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন, পরস্পর'র নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, মালেকা ইয়াসমিন, মাহফুজা পারভীন ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম। সভা অনুষ্ঠিত ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি খুলনার পাইকগাছা উপজেলা চিংড়ি চাষি সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। চিংড়ি চাষের বাধা ও প্রতিবন্ধকতা দূর করতে বুধবার সকালে সমিতির পৌর সদরস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। চিংড়ি চাষি সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, চিংড়ি চাষি নির্মল মজুমদার, মনোহর সানা, আনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, জিএম ইকরামুল ইসলাম, প্রভাষক আবু সাবাহ, সুনীল মন্ডল, সাজ্জাত আলী সরদার, মাহবুবুর রহমান, শওকত আলী মোড়ল, রেজাউল করিম। মতবিনিময় সভা ম মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের মেলান্দহে আগামী ২৯ মে ৬ষ্ঠ ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মির্জা আজম অডিটোরিয়ামে সভায় মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বিপিএম। পুলিশিং সভা ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে 'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' সেস্নাগান নিয়ে মাদক প্রতিরোধে স্থানীয় এলাকাবাসীর ভূমিকা নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড়ে বিট পুলিশিং সভায় বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মাদক বিরোধী কার্যক্রম নিয়ে সবার সহযোগিতা কামনা করেন। এ সময় ধানুয়া কামালপুর ইউনিয়ন বিট অফিসারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আবু সাঈদ উপস্থিত ছিলেন। উন্মুক্ত বাজেট ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরে ৩ কোটি ৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরুর সভাপতিত্বে ইউপি সচিব ধীমান মলিস্নক ২০২৪-২৫ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইভল্‌ভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার, ইউপি সদস্য গাউছুর রহমান সরদার, আক্তার হোসেন গাইন, সরৎ চন্দ্র মন্ডল, আয়ুব আলী সরদার, রমেশ বর্মণ, অচিন্ত্য সরদার। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি পিরোজপুরের ইন্দুরকানীতে অনাবাদি পতিত জমি ও পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ও বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রশিক্ষণ হলে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের উপ পরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম। এ সময় আরও ছিলেন এডিডি আব্দুলস্নাহ আল মামুন, ইন্দুরকানী উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমী ও এসএপিপিও।