শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

লাখাইয়ে শিক্ষিকার মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২৩ মে ২০২৪, ০০:০০
লাখাইয়ে শিক্ষিকার মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

হবিগঞ্জের লাখাইয়ে মেধাবী স্কুল শিক্ষিকা রিবন রুপা দাশের মরদেহ উদ্ধারের দুই দিন পর মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে মামলাটি দায়ের করেন শিক্ষিকা রিবন রুপা দাশের স্বামী বামৈ মুক্তিযোদ্ধা সরকারি কলেজের প্রভাষক অজয় দাশ। মামলায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ রয়েছে। রিবন রূপা দাশ ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। আসামিরা ওই শিক্ষিকাকে বিভিন্নভাবে নাজেহাল করে আসছিল। এক পর্যায়ে রিবন রূপা দাশকে জিম্মি করে ফেলে আসামিরা। তাদের নিপীড়নে অতিষ্ঠ হয়ে ওই শিক্ষিকা শেষ পর্যন্ত আত্মহননের পথ বেচে নেন। প্রসঙ্গত, গত রোববার বিকালে উপজেলার ঝনঝনিয়া নদীর পাড় থেকে ওই স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়। রিবন রুপা দাশ শিক্ষকতায় জাতীয় পর্যায়ে সেরা উদ্ভাবক হয়েছিলেন ২০২২ সালে। এর আগে ২০১৮ সালে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন তিনি লাখাই উপজেলার শ্রেষ্ঠ জয়িতাও ছিলেন। লাখাই থানার ওসি (তদন্ত) চম্বক দাম জানান, মামলা হয়েছে। আসামি ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে