ফকিরহাটে পারিবারিক মন্দিরে আগুন

প্রকাশ | ২৩ মে ২০২৪, ০০:০০

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার দোহাজারী পশ্চিমপাড়া এলাকায় মধ্যরাতে একটি পারিবারিক কালিমন্দিরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দোহাজারী পশ্চিপাড়া এলাকার কাঁচামাল ব্যবসায়ী শ্যাম অধিকারীর বাড়ির কাঠের ঘরে আগুন লাগে। সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশে অবস্থিত মন্দিরে আগুন লেগে যায়। পরিবারের লোকজন আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় আগুনে মন্দির আংশিকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা শ্যাম অধিকারী জানান, রাতে প্রথমে কাঠের ঘরে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে মন্দিরে। এতে মন্দিরের বিগ্রহসহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।