সংসদ নির্বাচনপূর্ব সহিংশতায় কারাবন্দি কর্মীদের পরিবারের খবর নিতে ঈশ্বরদীতে কেন্দ্রীয় নেতারা

প্রকাশ | ২৩ মে ২০২৪, ০০:০০

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপূর্ব সহিংশতায় দেশব্যাপী বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলায় সাজাপ্রাপ্ত দলীয় নেতাকর্মীদের পরিবারের খোঁজ খবর নিতে ঈশ্বরদীতে এসেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। গত মঙ্গলবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীতে গত বছরের ২৭ নভেম্বর স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন লাগিয়ে দেওয়ার দায়ে সাজাপ্রাপ্ত ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী পৌর শহরের রহিমপুরস্থ শুমন হোসেনের বাড়িতে দলীয় নেতা কর্মীদের সঙ্গে তার পরিবারের দৈনন্দিন খবরাদি নিতে আসেন তারা। এবং অনতি বিলম্বে কারাবন্দিদের মুক্তির বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের আশ্বাস দেন। এ সময় একটি উঠান বৈঠক করেন নেতাকর্মীরা। বৈঠকে সারা দেশে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত নেতাকর্মীদের মুক্তির উদ্দেশে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও রাজশাহী বিভাগীয় টিম প্রধান নাজমুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন, যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন হাওলাদার, কবিরুল ইসলাম টিটু, সহ সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রনি, আক্তারুজ্জামান রুহী, সহ প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সদস্য ইয়ামিন খান, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দীপংকর শংকর জিতু, যুগ্ম আহবায়ক কমল শেখ টিটু, সদস্য সচিব মীর রাকিবুল ইসলাম কমল, সদস্য শরিফুল ইসলাম শরীফ, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব এস এম মামুনুর রশীদ নান্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহ্‌মুদুর রহমান জুয়েল প্রমুখ।