তিতাসে মাল্টা বাগানের গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

প্রকাশ | ২৩ মে ২০২৪, ০০:০০

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে রাতের অন্ধকারে মাল্টা বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। কালাইগোবিন্দপুরের কৃষক ধানু মিয়ার ছেলে আনোয়ার হোসেন জানান, আমি নিজ উদ্যোগে বাড়ির পাশে নিজস্ব জমিতে একটি ফলদ বাগান করেছি। বাগানে ২৬টি মাল্টা গাছ ও ৮টি লেবুসহ অন্যান্য ফলফলাদির প্রায় অর্ধশতাধিক ফলজ গাছ রয়েছে। প্রতিটি গাছে ডালভর্তি ফল এসেছে। দুই দিন আগে বিকালে বাগানের পরির্চযা করে এসেছি। বুধবার সকালে দেখি যেসব গাছে মাল্টা বেশি ধরেছে, এমন ৮টি মাল্টা গাছ ও ১টি আম গাছ রাতের অন্ধকারে কে বা কারা কেটে ফেলেছে। তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। আনোয়ার হোসেন এ সংক্রান্ত একটি অভিযোগ দাখিল করেছে। তদন্ত করার জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।