শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

বদ্বীপ পরিকল্পনার প্রশিক্ষণে বশেমুরকৃবি'র দুই অধ্যাপক

গাজীপুর প্রতিনিধি
  ২৩ মে ২০২৪, ০০:০০
বদ্বীপ পরিকল্পনার প্রশিক্ষণে বশেমুরকৃবি'র দুই অধ্যাপক

বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে 'সাপোর্ট টু দি ইমপিস্নমেন্টেশন অব বাংলাদেশ ডেল্টা পস্ন্যান'-এর আওতায় বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনার প্রথম ধাপের প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে।

১৯ ও ২০ মে ২ দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুকৃবি) অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং একই বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞানী অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণকালে পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. তৈইবুর রহমান, অতিরিক্ত সচিব খান নূরুল আমিন ও অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মাফিদুল ইসলাম ডেল্টা পস্ন্যান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণ শেষে সমাপনী ও সদন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সচিব সত্যজিত কর্মকার। তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সমাপনী বক্তব্য প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে