টাঙ্গাইলে তিন দফা দাবিতে ডিপেস্নামা ইঞ্জিনিয়ারদের সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৩ মে ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে ইনস্টিটিউশন অব ডিপেস্নামা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিইবি জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এএইচএম জাহাঙ্গীর আলম খান। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপস্নব ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রত্যেকটি চ্যালেঞ্জ অতিক্রম করে সুবিধাগুলো পেতে হলে আমাদের দক্ষ হতে হবে। এই দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন কারিগরি ও বৃত্তিমূলত শিক্ষা ও প্রশিক্ষণ। এসব কার্যক্রমের জন্য আমাদের তিন দফা দাবি অতি গুরুত্বপূর্ণ। দাবিগুলো হচ্ছে- কারিগরি ও বৃত্তিমূলক এ শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপেস্নামা ইঞ্জিনিয়ারদের মান-মর্যাদা বৃদ্ধি করতে হবে, জাতীয় মেধার অপচয় রোধ ও প্রশাসনে শ্রেণি স্বার্থ দ্বন্দ্ব নিরসনে এবং রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধে পেশা পরিবর্তনের আত্মঘাতী সিদ্ধান্ত রাষ্ট্রীয় আইনি কাঠামোর মাধ্যমে বন্ধ করতে হবে এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রম্নত ডিপেস্নামা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০% এ উন্নীতকরণ।