গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি পরিসেবা বিষয়ক মতবিনিময়

প্রকাশ | ২৩ মে ২০২৪, ০০:০০

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ইউএনও আতিকুল ইসলাম -যাযাদি
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কাকনহাট পৌরসভা প্রশিক্ষণ কক্ষে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের আয়োজনে এবং সিসিবিভিও, রাজশাহী ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিও'র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা জনাব সারওয়ার-ই-কামাল। সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাকনহাট ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মনজুর আলী ও কাকনহাট পৌরসভার সার্ভেয়ার মো. আলমগীর। এছাড়াও নাগরিক সমাজের পক্ষে উপস্থিত ছিলেন রাজশাহী জুডিশিয়াল কোর্টের এপিপি আইনজীবী মাসুদ রানা, শিক্ষানবিশ আইনজীবী ইসমাইল হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আব্দুল বাতেন, দৈনিক সোনার দেশ প্রত্রিকার প্রতিনিধি মাহবুবুল আলম, দৈনিক বর্তমান দেশ বাংলা প্রত্রিকার প্রতিনিধি মিলন হেম্ব্রম।