আইডিইবি কেনিক ঘোষিত ৩ দফা দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৩ মে ২০২৪, ০০:০০

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে আইডিইবি কেনিক ঘোষিত ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নরসিংদীর পলাশে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত জেলা নির্বাহী কমিটির নেতৃবৃন্দ -যাযাদি
আইডিইবি কেনিক ঘোষিত ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নরসিংদীর পলাশে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ঘোড়াশাল সাংগঠনিক শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আইডিইবি জেলা নির্বাহী কমিটির নেতারা। লিখিত বক্তব্যে জেলা নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইমরান হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে প্রতিক্রিয়াশীল ডিগ্রি ইঞ্জিনিয়ার ও তাদের সংগঠন আইইবি'র পক্ষে যে বিরূপ প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। সেটি অগ্রহণযোগ্য করে দাবি আদায়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বক্তব্যে নেতারা বলেন, জাতি গঠনে সভ্যতা ও নগরায়ণে ডিপেস্নামা ইঞ্জিনিয়ারের ভূমিকা অপরিসীম। এটি কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রম্নত ডিপেস্নামা ইঞ্জিনিয়ারদের পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীত করা এবং ডিপেস্নামা ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণদের ক্রেডিট ওয়েভার দিয়ে দুই বছরে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার সুযোগের দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন আইডিইবির জেলা নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মিস্টার আলী, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রানাকান্ত দাশ, বিদু্যৎ উন্নয়ন বোর্ড ডিপেস্নামা প্রকৌশলী সমিতির ঘোড়াশাল বিদু্যৎকেন্দ্র শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফ উর রহমান প্রমুখ।