রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

আটঘরিয়ায় জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা

পাবনা প্রতিনিধি
  ২২ মে ২০২৪, ০০:০০
আটঘরিয়ায় জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা

পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাচনে নির্বাচনী প্রচারণায় জীবন্ত ঘোড়া ব্যবহারের অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। শুক্রবার বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর বাজার এলাকা থেকে জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা করেন চেয়ারম্যার প্রার্থী সাইফুল ইসলাম কামাল।

এ বিষয়ে মোটরসাইলে প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলাম পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও রিটার্নিং অফিসার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর বাজার এলাকা থেকে জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা ও মোটরসাইকেলের শোডাউন দিয়ে প্রচার কাজ চালিয়েছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন।

এ বিষয়ে উপজেলা মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যার প্রার্থী তানভীর ইসলাম বলেন, 'সাইফুল ইসলাম কামালের সন্ত্রাসীরা প্রতিনিয়ত আমার কর্মী, সমর্থক ভোটারদের ভয়ভীতি হুমকি, উচ্ছৃঙ্খল আচরণ করে ভোট দিতে নিরুৎসাহিত করছে।'

অভিযোগের বিষয়ে জানতে অপর প্রার্থী সাইফুল ইসলাম কামাল বলেন, 'ঘোড়া নিয়ে প্রচারণা করিনি। তবে আমি ঘেড়ার গাড়ি নিয়ে প্রচার প্রচারণা করেছি। এটাও যদি বিধিনিষেধ থাকে তাহলে এটাও পরিহার করব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে