রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

দুর্গাপুরে বজ্রপাতে শিক্ষার্থী আহত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  ২২ মে ২০২৪, ০০:০০
দুর্গাপুরে বজ্রপাতে শিক্ষার্থী আহত

নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে ঝর্ণা আক্তার (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আহত হয়েছে। সে বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা মহিলা মাদরাসার শিক্ষার্থী। ঝর্না ওই এলাকার মৃত শহিদ মিয়ার মেয়ে।

ঝর্না আক্তারের মা জানান, শনিবার সকাল ৮টার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই সময় ঝর্না আম কুড়াতে বের হলে বজ্রপাতে গুরুতর আহত হয় এবং হাতের অনেকটুকু জায়গা পুড়ে যায়। তার শরীর প্রচন্ড ঠান্ডা হতে থাকলে দ্রম্নতই তাকে দুর্গাপুর সরকারি হাসপাতালে ভতি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান বলেন, 'বজ্রপাতে ঝর্না আক্তারের হাত অনেকটা পুড়ে গেছে। রোগী হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করেছি। তার অবস্থা এখন কিছুটা ভালো।'

এ খবর শুনে রোগীর খোঁজখবর নিতে হাসপাতালে আসেন, উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান। ওই সময় তিনি আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জেবুন্নেছা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে