নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আব্দুলস্নাহ আল মামুন।
১৪ মে রিটার্নিং অফিসার মো. আব্দুলস্নাহ আল মামুন প্রেরিত কারণ দর্শানো নোটিশ সূত্রে জানা যায়, ২৯ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঈশ্বরদী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এমদাদুল হক রানা সরদার। তাকে ১৩ মে সকালে আনারস প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
কিন্তু উক্ত নির্বাচনে অন্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম আজাদ মিন্টু ১৪ মে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে এমদাদুল হক রানা সরদারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার বলেন, রিটার্নিং অফিসারের কারণ দর্শানো পত্র পেয়েছি। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।