রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

লংগদুতে ইউপিডিএফ কর্মীসহ ২ জন নিহতের ঘটনায় মামলা

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি
  ২২ মে ২০২৪, ০০:০০
লংগদুতে ইউপিডিএফ কর্মীসহ ২ জন নিহতের ঘটনায় মামলা

পার্বত্যাঞ্চলে পাহাড়ি সংগঠনের সক্রিয়তা এবং বন্দুক যুদ্ধসহ আঞ্চলিক অস্ত্রধারী দলগুলোর সহিংসতা দীর্ঘদিনের। কিছুদিন পরপরই দেখা দেয় তাদের দলীয় কোন্দল। আর এই কোন্দলের বলি হয় পাহাড়ি সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষও। তবে তা বেশি দূর এগোয় না বলে জানান ভুক্তভোগীরা। পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে সদর ইউনিয়নের ধনপতি মনপতি বাজারসংলগ্ন খাড়িকাটা-মধ্য খাড়িকাটার দুদকছড়া এলাকা গত শনিবার সকালে সশস্ত্র পাহাড়ি আঞ্চলিক দলের হামলায় ইউপিডিএস কর্মীসহ দুজন নিহত হয়। পরে লংগদু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

রোববার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠালে সুরতহাল শেষে মৃতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। নিহতরা হলেন- ইউপিডিএফ দলের কর্মী তিলক চাকমা (৫০) ও সহযোগী ধন্যমনি চাকমা (৩৫)।

এ ঘটনায় মৃতের পরিবার লংগদু থানায় পাহাড়ি আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দলের অস্ত্রধারী ১২-১৩ জন অজ্ঞাত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এজাহার করেন বলে থানা সূত্রে জানা গেছে। মামলার বাদী পক্ষের দাবি, এ ধরনের নৃশংস হামলাকারীদের বিরুদ্ধে দ্রম্নত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষীদের শাস্তি দেয়া হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে