রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

শ্রীনগরে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ২২ মে ২০২৪, ০০:০০
শ্রীনগরে শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি

মুন্সীগঞ্জের শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের জায়গা দখলে বাধা দেওয়ায় দুই শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে দখলবাজদের মূল হোতা সমর দত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সরেজমিন গিয়ে জানা যায়, বিদ্যালয়ের সীমানা প্রাচীরের ভেতরে দখলবাজরা সমর দত্তের নেতৃত্বে স্থাপনা নির্মাণ করতে এলে শিক্ষক আহসান হাবীব ও কৃষ্ণ দাস নিষেধ করেন। এরই জের ধরে সমর দত্ত ও তার সহযোগিরা দুই শিক্ষককে লাঞ্ছিত করায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এ সময় অন্য সহযোগীরা পালিয়ে গেলেও সমর দত্ত আটকা পড়ে যায় ছাত্রীদের হাতে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, 'সরকারি সম্পদ রক্ষায় বাধা দিতে গিয়ে আমার শিক্ষক ও ছাত্রছাত্রীরা লাঞ্ছিত হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

শ্রীনগর থানার ওসি আব্দুলস্নাহ আল তায়াবী বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে