গাজায় গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিতে ছাত্র সমাবেশ ওর্ যালি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া তলায় এ ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রায় চার শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে একটির্ যালি বের হয়।র্ যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের হারানো ভূখন্ড ফিরিয়ে দেওয়া, গণহত্যার দায়ে জায়নবাদী ইজরাইলের বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং নিরাপত্তা পরিষদে কার্যকর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরির দাবি জানান।
ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, 'ফিলিস্তিনের প্রতিটি শিশুর মৃতু্য দেখে মনে হয় তারা আমারই সন্তান। আজ ফিলিস্তিনে যে হত্যা চলছে, তার উদ্দেশ্য হলো ফিলিস্তিনের সম্পূর্ণ ভূমি দখল করা। সম্প্র্রতি জাতিসংঘে যুদ্ধ বিরতির জন্য নিরাপত্তা ইসু্যতে যুক্তরাষ্ট্র দুইবার ভেটো দিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সময়ও তারা ভেটো দিয়েছিল পাকিস্তানের পক্ষে। এটা থেকেই প্রমাণিত হয় যুক্তরাষ্ট্রই বর্তমানে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র।'
দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন, 'ফিলিস্তিনের ভূখন্ড থেকে লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হয়েছেন। ইজরাইলি সেনারা নিরীহ নারী ও শিশুদের উপর লাগাতার নির্যাতন চালিয়ে যাচ্ছে। সারাবিশ্বে ছাত্রদের আন্দোলনের প্রতিফলন আজকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এ সমাবেশ। ভবিষ্যতে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের সঙ্গে আমি একাগ্রতা পোষণ করে যাব।'
বাংলা বিভাগের শিক্ষার্থী সাইফুলস্নাহ সা'দ বলেন, 'সারাবিশ্বের মুসলিম জনগোষ্ঠী ইজরাইলের একচক্ষু নীতি আর সইতে পারছে না। তাই বিশ্বব্যাপী শিক্ষক-শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছে। ফলে তাদের ছাত্রত্ব বাতিল করা হচ্ছে। স্বাধীন ফিলিস্তিনের এ আন্দোলনে আমি একাগ্রতা পোষণ করছি।'
নাটক ও নাট্যতত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, 'ফিলিস্তিনের আন্দোলনকে আমরা সমর্থন করি। এই আন্দোলন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার। তাই পৃথিবীর মানুষ তাদের পক্ষ নিচ্ছে।'
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।