সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মিলিয়ে উঠতে পারছে না। বিএনপি নির্বাচন বর্জন করে নির্বাচনে অংশ নিচ্ছে না। তবে কর্মীদের সঙ্গে তাদের মিল না থাকায় বিএনপির সমর্থকরা কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ময়দানদিঘী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন। এ নির্বাচনে এক দলের এত প্রার্থী অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, 'অতীতেও আমাদের ভোটগুলো এভাবে হয়েছে। ভোটে প্রতিযোগিতা থাকে, প্রতিযোগিতা শেষে আবার আমরা এক হয়ে যাই। এটা শুধু দলীয়ভাবে না, সামাজিকভাবেও আমরা বিভিন্ন বন্ধনে আবদ্ধ আছি। সেখানেও ভোটকে কেন্দ্র করে আমাদের মতামত তৈরি হয়, আবার এক হয়ে যায়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।
এর আগে সকাল ৮টায় উপজেলার ১০টি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট শুরু হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।