কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদু্যৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃতু্য হয়েছে। এদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জে খড়ের স্তূপ থেকে পড়ে এক কৃষকের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিশলাইনের সংযোগ কাজ করতে গিয়ে বৈদু্যতিক তারে জড়িয়ে রাজু আহমেদ (২২) নামক যুবকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু আহমেদ ফুলবাড়ী সদরের চন্দ্রখানা গ্রামের হজরত আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার ১১ হাজার ভোল্টের তার সংযুক্ত একটি বৈদু্যতিক খুঁটিতে ডিশ লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত বৈদু্যতিক তারে তার মাথা লাগে। পরে এলাকাবাসী তাকে ঝুলন্ত অবস্থায় বৈদু্যতিক তার থেকে নিচে নামায়। এরই মধ্যে তার মৃতু্য ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ।
আজমিরীগঞ্জ (হাবগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের আজমিরীগঞ্জে খড়ের স্তূপ থেকে পড়ে জালাল মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃতু্য হয়েছে। তিনি আজমিরীগঞ্জ উপজেলার এক নম্বর সদর ইউনিয়নের বিরাট ভাটিপাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় জালাল মিয়া তার সন্তানদের নিয়ে বাড়ির পার্শ্ববর্তী শরিফ উদ্দিন সড়কের একপাশে গরু খাদ্য শুকনা খড়ের স্তূপ দিচ্ছিলেন। খড়ের স্তূপের ওপরে থাকা জালাল মিয়া হঠাৎ করেই নিচে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়ে আহত হন। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।