মিরসরাইয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশ | ২২ মে ২০২৪, ০০:০০

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম ছালেকের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতনের অভিযোগে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। এ সময় তারা ছালেক বাহিনীর অত্যাচার থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় গোপাল চন্দ্র দাস জানান, বাসিন্দারা ছালেক মেম্বারের নানামুখী অত্যাচার-নির্যাতনের শিকার হচ্ছেন। তার রয়েছে ১০-১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী। ওই বাহিনী দিয়ে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। স্থানীয় লক্ষী দাস বলেন, 'আমার দু'টি হাঁস নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হওয়ায় ছালেক মেম্বার ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।' ভুক্তভোগী গোপাল চন্দ্র দাস বলেন, 'গত ৮ মে ছালেক মেম্বার দলবল নিয়ে এসে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে আক্রমণ করে। সে আমাকে গুলি করে খুন করার হুমকি দেয়।' অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইছাখালী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস ছালাম ছালেক বলেন, 'আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।' ইউএনও মাহফুজা জেরিন বলেন, স্থানীয় মেম্বার আবদুস ছালামের বিরুদ্ধে দেওয়া চরশরৎ এলাকাবাসীর একটি লিখিত অভিযোগ পেয়েছি।'