রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

শিক্ষার্থীদের সব সংকটে পাশে থাকবে হাবিপ্রবি ছাত্রলীগ

হাবিপ্রবি প্রতিনিধি
  ২২ মে ২০২৪, ০০:০০
শিক্ষার্থীদের সব সংকটে পাশে থাকবে হাবিপ্রবি ছাত্রলীগ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি আলমগীর হোসেন আকাশ বলেন, 'আমরা সর্বদা সাধারণ শিক্ষার্থীদের সব সংকটে পাশে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনির্মাণে কাজ করতে চাই।'

সোমবার হাবিপ্রবি ছাত্রলীগের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'আমরা এই ক্যাম্পাসে সকলের নেতা। সবকিছুর ঊর্ধ্বে থেকে সাধারণ শিক্ষার্থীদের সমস্যার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরব। হলের ডাইনিং ব্যবস্থা উন্নতকরণ, শিক্ষার্থীদের মাঝে সিনিয়র-জুনিয়রের ভ্রাতৃত্ববোধের সম্পর্ক সৃষ্টি, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক, ক্রীড়ানুষ্ঠান আয়োজনসহ সব প্রগতিশীল কর্মকান্ড হাতে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ ফিরিয়ে আনতে চাই।'

দীর্ঘ ১৩ বছর পর নতুন কমিটির দায়িত্ব পাওয়ায় উৎসবমুখর পরিবেশে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

এরপর প্রশাসনিক ভবন সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে হাবিপ্রবি শাখা ছাত্রলীগ। নেতারা হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে