শাজাহানপুরে বিএনপির ভোট বর্জনের নির্দেশ

ছাত্রলীগের নির্দেশ ভোটার সংগ্রহের

প্রকাশ | ২২ মে ২০২৪, ০০:০০

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আসছে ২৯ মে বগুড়া শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শাজাহানপুর উপজেলা শাখা দল, মত নির্বিশেষে সবাইকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ছাত্রলীগ শাজাহানপুর উপজেলা শাখা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার সংগ্রহে সাংগঠনিক কার্যক্রম পালন করার নির্দেনা দেওয়া হয়েছে। গত সোমবার উপজেলার মাঝিরা ও দুবলাগাড়ী বন্দরে আলাদা দুটি অনুষ্ঠানে নেতারা এসব বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, পাতানো ও ডামি এসব নির্বাচনে যারা ভোট দিতে যাবে, তারা কখনও বাংলাদেশের জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিশ্বাস করে না। এটা নির্বাচনের নামে সিলেকশন। আর প্রহসন নাটক। তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, আপনাদের পরিবার পরিজন এবং সাধারণ জনগণকে এজন্য উদ্বুদ্ধ করবেন। শাহজাহানপুর উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহিনের সভাপতিত্বে সভায় বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। অন্যদিকে উপজেলার মাঝিরা বন্দরে ছাত্রলীগের এক কর্মী সভায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, বিএনপি ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। আর ভোটকেন্দ্র ফাঁকা দেখিয়ে তারা প্রমাণ করতে চায় এদেশের জনগন শুধু বিএনপিকে সমর্থন করে। তাই ছাত্রলীগকে আগামী ২৯ মে মাঠে থাকতে হবে। ভোটারদের কেন্দ্রে আসা নিশ্চিত করতে হবে। আর এভাবে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর দুলু বলেন, বিএনপির ষড়যন্ত্রের দিন শেষ। এখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চলছে চলবে। সভায় শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীলিপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজুসহ জেলা, ও উপজেলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।