শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১

ধর্মপাশায় জাতীয় পতাকা উত্তোলন ছাড়া চলে বিদ্যালয়ের কার্যক্রম

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ২২ মে ২০২৪, ০০:০০
ধর্মপাশায় জাতীয় পতাকা উত্তোলন ছাড়া চলে বিদ্যালয়ের কার্যক্রম

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ছাড়াই চলে বিদ্যালয়ের কার্যক্রম। গত ১১ মে থেকে ১৬ মে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ওই বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।

বিদ্যালয়ের দপ্তরি রেহানা বেগম বলেন, 'আমি গত শনিবার সকালে প্রধান শিক্ষক স্যারকে জানিয়েছি যে, জাতীয় পতাকার রশি নাই, তাই জাতীয় পতাকা উত্তোলন করা যাচ্ছে না।'

প্রধান শিক্ষক আব্দুল আল মামুন বলেন, 'গত কয়দিন আমি উপবৃত্তির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তবে বিদ্যালয়ের দপ্তরি গতকাল  আমাকে  জানিয়েছেন জাতীয় পতাকার রশি নাই। আজ সকাল সাড়ে ১১টার দিকে রশি এনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বিষয়টি আমাদের ভুল হয়েছে।'

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবির বলেন, বিদ্যালয় চলাকালীন আবশ্যিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন  বলেন, এ বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে