রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২১ মে ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

চাল বিতরণ

ম বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

জাটকা ধরা রোধে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়ি জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। সোমবার বাঘাইছড়ি পৌরসভার ৩০২ জন জেলেকে মাথাপিছু ২০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র জমির হোসেন, মৎস্য অফিসার মেহেদী হাসান, রুপকারী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন চাকমা, পৌর কাউন্সিলর ইউসুফ নবী, হাফেজ আহমেদ ও মিঠেল চাকমা।

ধান-চাল সংগ্রহ

ম গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে অভ্যান্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার গুরুদাসপুর খাদ্যগুদামে ফিতা কেটে ওই কার্যক্রমের উদ্বোধন করেন- স্থানীয় সংসদ সদস্য ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এতে সভাপতিত্ব করেন- ইউএনও সালমা আক্তার। আয়োজক সূত্র জানায়, এই মৌসুমে গুরুদাসপুরে ৩২ টাকা কেজি দরে ৫৪২ মে. টন ধান এবং ৪৫ টাকা কেজি দরে ২,৭৮৬ মে. টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। চাল সংগ্রহের লক্ষ্যে ৫৪টি মিল মালিকের সঙ্গে কথা হয়েছে। পরে চুক্তিবদ্ধ মালিকের সংখ্যা জানা যাবে।

ধান-চাল সংগ্রহ

ম তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। সোমবার খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন- তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. ছাইদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, মিল মালিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বার্ষিক ক্রীড়া

ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের অদ্বীতি পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছে ৬ বেঙ্গল রেজিমেন্ট বাঘাইহাট সেনা জোন। সোমবার সাজেক অদ্বিতী পাবলিক স্কুলে অনুষ্ঠিত অত্র বিদ্যালয়ের সভাপতি ও বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খাঁনের সভাপতিত্বে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সেনা জোন অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল আমিন (পিএসসি)।

মেডিকেল ক্যাম্পেইন

ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে অসহায়, হতদরিদ্র, অসচ্ছল শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের মধ্যে মানবিক সহায়তা এবং বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন। সোমবার রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে সহায়তা প্রদান করেন- গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। সহায়তা বিতরণকালে সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক ও জোনের অন্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভা

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খাঁন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মোছা. জেবুন্নেসা, দুর্গাপুর প্রেস ক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের এমও (সিসি) ডা. কৃপানাথ পাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়া রায়, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।

মেলার উদ্বোধন

ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ৩ দিনব্যাপী কৃষি মেলা-২০২৩ শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প ও পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় ওই মেলার আয়োজন করেছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা, উপজেলা কৃষি সম্প্র্রসারণ কর্মকর্তা মঞ্জু রানী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম।

সেমিনার অনুষ্ঠিত

ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি

বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইস প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) রেইজ সৌরেন্দ্র নাথ সাহা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উলস্নাহর সভাপতিত্বে ও ওয়েলফেয়ার সেন্টার কুমিলস্নার সহকারী পরিচালক মো. আলী হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়ের হোসেন, প্রাণিসম্পদ সম্প্র্রসারণ কর্মকর্তা ডা. নাহিদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন ভূঁইয়া, এসআই সুজন কুমার চক্রবর্তী প্রমুখ।

নির্বাচনী ব্রিফিং

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় মঙ্গলবার ২১ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ সংক্রান্ত জেলা পুলিশের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নকলা থানা পুলিশের আয়োজনে নকলা পাইলট স্কুল মাঠে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়। নকলা থানার ওসি মো. আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান। এ সময় ছিলেন নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কাসেম মিয়া, জেলা পুলিশ ও বিভিন্ন ইউনিটে হতে আগত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যরা।

দোকানে অগ্নিকান্ড

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনী বাজারের গাংনী মিষ্টান্ন ভান্ডারে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মিষ্টান্ন ভান্ডারের মালামাল ও পাশের মসজিদের ৬টি এয়ার কন্ডিশন বিনষ্ট হয়। যার ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকা। সোমবার বেলা ১১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। গাংনী মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী শাহাজাহান জানান, দোকানের দ্বিতীয় তলায় মিষ্টি তৈরি করছিলেন কারিগররা। হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে মিষ্টির কারখানায়। সেই সঙ্গে ছড়িয়ে পড়ে দোকানের পাশে মসজিদে। স্থানীয় লোকজন আগুন নেভানোর পাশাপাশি খবর দেন ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।

প্যারেড অনুষ্ঠিত

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় ২১ মে মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২য় ধাপের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পোরশা থানার আয়োজেন সোমবার স্থানীয় নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আরিফ আদনান। এতে সভাপতিত্ব করেন থানার ওসি আতিয়ার রহমান। ব্রিফিং প্যারেডে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সব অফিসার ও ফোর্সরা অংশ গ্রহণ করেন। এ সময় ছিলেন থানা তদন্ত কর্মকর্তা শাহ্‌ আলমসহ পুলিশ কর্মকর্তারা।

স্বাস্থ্য ক্যাম্প

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের নারী ও শিশুদের নিয়ে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলওয়া মাস্টারপাড়া কমিউনিটি ক্লিনিকে টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মো. মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রকল্প ইউনিট প্রধান ফরিদুল ইসলাম। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. মো. আহসান হাবিব। এ সময় ছিলেন স্বাস্থ্য পরিদর্শক বিমল চক্রবর্তী, স্বাস্থ্য সহকারী মো. ফিরোজ হোসেন, মো. তৌহিদুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালা

ম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সিএইচসিপি ও কমিউনিটি গ্রম্নপের প্রতিনিধিদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মিলনায়তনে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ শামীম আক্তার। এ কর্মসূচিতে প্রশিক্ষক ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. মো. আহসান উজ্জামান, সার্ভেইল্যান্স মেডিকেল অফিসার ডা. নুসরাত ইসলাম।

সেমিনার অনুষ্ঠিত

ম পলাশ (নরসিংদী) প্রতিনিধি

'প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি' প্রতিপাদ্যকে সামনে রেখে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনরেত্রীকরণে রেফারেল এবং আরপিএল-সংক্রান্ত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার নরসিংদীর যৌথ আয়োজনে উপজেলা সম্মেলনকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুলস্নাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ অফিসার মো. হারুন অর রশিদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক মন্টু, কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার ও পলাশ প্রেস ক্লাবের সভাপতি মো. আশাদউলস্নাহ মনা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে