সদরপুরের চরনাছিরপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশ | ২১ মে ২০২৪, ০০:০০

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার ৪নং চরনাছিরপুর ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ অর্থবছরের এ বাজেট ঘোষণা করা হয়। এ সময় চরনাছিরপুর ইউপি চেয়ারম্যান রোকন উদ্দীন মোল্যার সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব আনন্দ কুমার বনিক। এতে মোট আয় ধরা হয়েছে ২ কোটি ৩ লাখ ৫০ হাজার ৬১৮টাকা। আর ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫০ হাজার ৬১৮ টাকা। আয়-ব্যয় শেষে সম্ভাব্য ৩ লাখ টাকা উদ্ধৃত্ত ধরা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আ. জব্বার মাতুব্বর, সহিদুল ইসলাম, আজমাদ খান মস্তফা, রাহাতুজজামান, ইলিয়াছ কাড়াল, মোকাদ্দছ আলী খান, আ. কুদ্দুস মোল্যা, চুন্নু মোলস্না, জাহাঙ্গীর গাজী, মহিলা ইউপি সদস্য হাসি, রুবিয়া আক্তার, আলাতন নেছা, উদ্যোক্তা সাব্বির হাসান।