রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

চেয়ারম্যান প্রার্থী হলেন ফজলু

হাওড়াঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২১ মে ২০২৪, ০০:০০
চেয়ারম্যান প্রার্থী হলেন ফজলু

নিজের আয়-রোজগার নেই। ব্যাংকেও টাকা নেই। জমিজমাও নেই। দাঁড়িয়ে গেছেন গেছেন ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে। প্রতীক পেয়েছেন ঘোড়া। তিনি বিএনপি সমর্থক মো. ফজলুর রহমান। আগামী ২৯ মে ইটনায় ভোটগ্রহণ। সেখানে পাঁচজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ফজলুর রহমানও আছেন। বাকি চারজন আওয়ামী লীগের। হলফনামা অনুসারে পলস্নী চিকিৎসক ফজলুর রহমানের কোনো বার্ষিক আয় নেই, নগদ টাকাও নেই। ব্যাংকেও নেই সঞ্চিত কোনো টাকা। অলংকার, বাড়ি, জমি- এসবও নেই। একটি টিনের ঘর বানিয়ে থাকেন ভাইয়ের বাড়িতে। আয়-রোজগার না থাকলেও তিন লাখ টাকার ঋণ আছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। এবার জামানতের এক লাখ টাকা জোগাড় করেছেন ধারকর্জ অন্যের অনুদান নিয়ে। এর আগেও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দুইবার নির্বাচন করে পরাজিত হয়েছেন। একবার মৃগা ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছেন চেয়ারম্যান পদে। কখনই জামানত রক্ষা হয়নি। তবে এবার মানুষের সহানুভূতি আছে। তার লোকদের বাধা না দিলে বিজয়ের আশা করছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে