হবিগঞ্জের বানিয়াচং উপজেলা মার্কুলি বাজারে আগুনে ৪টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।
স্থানীয়রা জানান, আজ (সোমবার) ভোর রাতে হঠাৎ কয়েক জন লোক দেখে একটি ইলেকট্রনিক দোকান থেকে ধুঁয়া উড়তে থাকে। পরে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোর মধ্যে। স্থানীয়দের ধারণা বৈদু্যতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে রাস্তার বাজে অবস্থার কারণে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে যেতে দেড় ঘণ্টা সময় লেগে যায়। পরবর্তীতে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিস যাওয়ার কিছুক্ষণ পরেই স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টার আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে চারটি দোকানে তাদের স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়দের দাবি আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস চলে আসলে এত ক্ষয়ক্ষতি হতো না।