ইয়াবা পাচারের মামলায় রোহিঙ্গার যাবজ্জীবন

প্রকাশ | ২১ মে ২০২৪, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের ১০ হাজার পিচ ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসাথে ৫০ হাজার অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরও ৫ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডিত আসামি পলাতক রয়েছে। সোমবার বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহী এ রায় প্রদান করেন। একই আদালতের বেঞ্চ সহকারী মফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। দন্ডিত আসামি হচ্ছে- উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বস্নক ই-৩ এর হাবিব উলস্নাহ ও হাছিনা বেগমের পুত্র রোহিঙ্গা রিয়াজ উদ্দিন (২৮)। রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সুলতানুল আলম এবং আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম-৪ মামলাটি পরিচালনা করেন।