তিতাসে শিক্ষককে মারধর করে বহিষ্কার হলেন শিক্ষার্থী
প্রকাশ | ২১ মে ২০২৪, ০০:০০
তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমানকে মারধর করার কারণে নবম শ্রেণির শিক্ষার্থী মো. সোলায়মানকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিদ্যালয়ের মিলনায়তনে বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত হয়।
এর আগে রোববার উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির দুই শিক্ষার্থীর ঝগড়া থামাতে গিয়ে শিক্ষার্থী সোলায়মান দ্বারা লাঞ্ছিত হন সহকারী শিক্ষক আতিকুর রহমান। পরে পুলিশ গিয়ে সোলায়মানকে থানায় নিয়ে আসে। থানায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবকের সম্মতিক্রমে বিষয়টি বিদ্যালয়ে মীমাংসার সিদ্ধান্ত হয়।
দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা শেষে অভিযুক্ত মো. সোলায়মান তার দোষ স্বীকার করায় তাকে বিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। উক্ত বৈঠকে মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, উপজেলা শিক্ষক সমিতির সদস্য মো. নাছির উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, মো. ইউসুফ আলী, মো. মামুনুর রশিদসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।