রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

কেন্দুয়ায় আচরণবিধি লঙ্ঘনে সতর্ক করলেন সহকারী শিক্ষককে

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
  ২১ মে ২০২৪, ০০:০০
কেন্দুয়ায় আচরণবিধি লঙ্ঘনে সতর্ক করলেন সহকারী শিক্ষককে

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে বাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তানভীর আহমেদকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সতর্ক করা হয়েছে। রোববার উপজেলার চিরাং ইউনিয়নের নামধর বাট্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তানভীর আহমেদ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেন ভূঞার পক্ষে ফেসবুকে নির্বাচনি প্রচারণা করেন, যা উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে আচরণবিধি রক্ষার্থে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন ওই বিষয়টি আমলে নিয়ে ওই ব্যক্তিকে ডেকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না মর্মে মুচলেকা সম্পাদন করেন ওই সহকারী শিক্ষক। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার জানান, কোনো সরকারি কর্মচারী কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রাচারণায় অংশগ্রহণ করতে পারেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে