আটঘরিয়ায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
প্রকাশ | ২১ মে ২০২৪, ০০:০০
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর বাজার এলাকায় গত ১৭ মে জীবন্ত ঘোড়া ব্যবহার করে শোডাউন করায় চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামালের বিরুদ্ধে রোববার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীমোটর সাইকেল প্রতীকের তানভীর ইসলাম পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও রিটার্নিং অফিসার বরাবর লিখিতভাবে এই অভিযোগ দায়ের করেছেন। উপজেলা পরিষদের তৃতীয় ধাপে ২৯ মে আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে তানভীর ইসলাম মোটর সাইকেল প্রতীকে এবং সাইফুল ইসলাম কামাল ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামাল ঘোড়ার গাড়ি নিয়ে প্রচার প্রচারণা কথা স্বীকার করলেও ঘোড়া নিয়ে প্রচারণার কথা অস্বীকার করেন। পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও রিটার্নিং অফিসার আব্দুলস্নাহ আল মামুন জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনি প্রচারণার এমন একটি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।