চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ

প্রকাশ | ২১ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন। চতুর্থ ধাপের নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার স্ব-স্ব এলাকার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার এই প্রতীক বরাদ্দ দেন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- মনপুরা (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার মনপুরায় উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ৮ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টায় চরফ্যাশন-মনপুরার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আলমগীর হোসেন এই প্রতীক বরাদ্দ দেন। এতে মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দ্বীপক-মোটর সাইকেল, সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়া-আনারস ও যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান-দোয়াত কলম প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহমান রাশেদ মোলস্না টিউবওয়েল ও ছালাউদ্দিন হেলাল তালা প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা বেগম কলম, পারভীর আক্তার রেবু হাঁস ও ইয়াসমিন জাহান মিনু ফুটবল প্রতীক পান। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব্য) সোহাগ চন্দ্র সাহা। সোমবার সকালে তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন পেয়েছেন মোটর সাইকেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল পেয়েছেন ঘোড়া মার্কা ও রফিকুল ইসলাম মন্টু পেয়েছেন আনারস মার্কা। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী চশমা, মকলেছার রহমান উড়োজাহাজ, মামুনুর রশিদ তালা ও সোলায়মান মন্ডল পেয়েছেন টিবওয়েল মার্কা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার পেয়েছেন কলস মার্কা, শিউলি রানী রায় পেয়েছেন ফুটবল মার্কা ও হাজরা বিবি পেয়েছেন হাস মার্কা। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কেন্দুয়ায় ইউএনও ও রিটার্নিং অফিসার ইমদাদুল হক তালুকদার মোট ১৩ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ নিশ্চিত করেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৫ জন। চেয়ারম্যান পদে নূরুল আলম মো. জাহাঙ্গীর চৌধুরী কাপ-পিরিচ, মোফাজ্জল হোসেন ভূঁইয়া ঘোড়া, মিজানুর রহমান আনারস, হুমায়ুন কবির চৌধুরী দোয়াত-কলম ও সালমা আক্তার মোটর সাইকেল প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মাওলানা হরুনুর রশিদ খান তালুকদার টিউবওয়েল, মামুনুল কবির খান তালা ও ইয়াহিয়া খান পেয়েছেন চশমা প্রতীক। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাহানারা রোজি হাঁস, ফাতেমা বেগম পদ্মফুল, মিনা আক্তার প্রজাপতি, সুমি আক্তার কলস ও সেলিনা বেগম ফুটবল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়। বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে নির্বাচন কমিশন হতে ৪ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রতীক পেয়েছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী মোটর সাইকেল, মোবারক হোসেন মাস্টার দোয়াত-কলম, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন ঘোড়া ও রেজাউল হক কাজল আনারস। বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান ১৪ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। নির্বাচনে প্রার্থীদের বরাদ্দ পাওয়া প্রতীক হলো- 'চেয়ারম্যান পদে- খোরশেদ আলম (দোয়াত কলাম), জাহিদুল হক চৌধুরী মার্শাল (মোটর সাইকেল), মুহাম্মদ এমরানুল হক (আনারস), শেখ ফখরুদ্দিন চৌধুরী (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে- ইমরুল হক চৌধুরী ফাহিম (টিউবওয়েল), এম এ মালেক মানিক (উড়োজাহাজ), মো. আক্তার হোসাইন (তালা), মো. আরিফুজ্জামান আরিফ (চশমা), আরিফুর রহমান সুজন (টিয়া পাখি), মুহাম্মদ হোছাইন (বই), মো. ওসমান গণী (মাইক)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে- রেহেনা আকতার কাজমী (কলস), ইয়ামুন নাহার (প্রজাপতি), নুরী মন আক্তার (ফুটবল)। এ ব্যাপারে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, সোমবারে দুপুরে নির্বাচনে অংশ নেওয়া ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, আগামী ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।