দ্বিতীয় ধাপ উপজেলা নির্বাচন

১৫৬ উপজেলায় ভোটের প্রস্তুতি সম্পন্ন

প্রকাশ | ২১ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
কুষ্টিয়াতে স্ব স্ব উপজেলা থেকে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান প্রিজাইডিং অফিসাররা -যাযাদি

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আজ। এই ধাপে ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ধাপেও প্রচার ঘিরে বিভিন্ন জায়গায় সংঘাত, হুমকি, আচরণবিধি লঙ্ঘন, সংসদ সদস্যদের প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। আমাদের আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপের্ট- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলায় ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা নির্বাচন অফিস ও জেলা-উপজেলা প্রশাসন সম্পন্ন করেছে। সোমবার সকাল থেকে ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিলসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শুরু করা হয়েছে। জানা যায়, শুধুমাত্র ব্যালট পেপার ব্যতীত ভোটকেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। এসব সরঞ্জাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটকেন্দ্র নিয়ে যাচ্ছেন। নির্বাচনের ব্যালট পেপার গতকাল ভোরে ভোটকেন্দ্রে পাঠানো হয়। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুরো নির্বাচনী এলাকায় পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী এলাকায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টহলে থাকবে। স্টাফ রিপোর্টার, ভোলা জানান, এই ধাপে ভোলার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে সদরের ১১৪টি কেন্দ্রের ৯০৩টি ভোটকক্ষের ভোটের সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন- সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল কুমার শীল। এ ছাড়াও দৌলতখান উপজেলার ৫৬টি ভোটকেন্দ্রের ৪১০টি ভোটকক্ষ ও বোরহানউদ্দিন উপজেলার ৮২টি ভোটকেন্দ্রের ৫৬৯টি ভোটকক্ষের ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। এদিকে নির্বাচনে ভোলা সদর উপজেলা চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দৌলতখান উপজেলা চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন ভোটে লড়ছেন। স্টাফ রিপোর্টার, যশোর জানান, দ্বিতীয় ধাপে যশোরের তিন উপজেলা- শার্শা, ঝিকরগাছা ও চৌগাছায় ভোটগ্রহণ আজ। ইতোমধ্যে প্রশাসন এই তিন উপজেলায় সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সোমবার নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও তিন উপজেলার রিটার্নিং কর্মকর্তা এসএস শাহীন। নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের আটটি (একটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চৌগাছায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম'এ ২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে ভোট দেবেন ভোটাররা। উপজেলা তিনটিতে মোট ভোটার সাত লাখ ৬১ হাজার ৭১১। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও তিন উপজেলার রিটার্নিং কর্মকর্তা এসএস শাহীন জানান, সোমবার সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর শুরু করা হয়। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়েছেন। পরে এসব সরঞ্জাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনায় তিন উপজেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশন সম্পন্ন করেছে। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সোমবার ভোটের সরঞ্জামাদি নিয়ে স্ব স্ব প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্রে নিয়ে যান। জানা গেছে, সদর উপজেলা চেয়ারম্যান পদে ছয়জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। সদর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও তানিয়া তাবাসসুম বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভোটের উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান বলেন, উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। সেই লক্ষ্যে দ্বিতীয় ধাপের ভোটের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় আজ সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হয়েছে। মঙ্গলবার এসব ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। ভোটকেন্দ্রে ভোটারদের আশানুরূপ উপস্থিতি আশা করছে ভোটাররা। গাইবান্ধার তিনটি উপজেলায় ১৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গাইবান্ধা সদরে সাতজন, পলাশবাড়িতে ছয়জন ও গোবিন্দগঞ্জে দুইজন। এ ছাড়া সদরে ভাইস চেয়ারম্যান আটজন, মহিলা ভাইস চেয়ারম্যান ছয়জন, পলাশবাড়িতে ভাইস চেয়ারম্যান তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান চারজন এবং গোবিন্দগঞ্জে ভাইস চেয়ারম্যান পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান সাতজন। এই তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৬১৩ জন। এর মধ্যে পুরুষ পাঁচ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার পাঁচ লাখ ৩৫ হাজার ৬৭৫ জন এবং হিজড়া ১৩ জন রয়েছেন। তিন উপজেলায় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে ৪১৮টি এবং ভোটকক্ষ দুই হাজার ৮৮৩টি। এসব ভোটকেন্দ্রে ভোটারদের ভোটগ্রহণের দায়িত্ব পালন করবেন ৪১৮ জন প্রিজাইডিং অফিসার। এ ছাড়া আনসার ও পুলিশ ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। অপরদিকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছয় পস্নাটুন বিজিবিসহর্ যাব ও পুলিশ স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। কুষ্টিয়া প্রতিনিধি জানান, আজ কুষ্টিয়ার কুমারখালী, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সব প্রস্ততি সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টায় স্ব স্ব উপজেলা থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান প্রিজাইডিং অফিসাররা। তবে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয় গতকাল সকালে। জেলা রিটার্নিং কর্মকর্তা আবু আনসার জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের দ্বিতীয় ধাপের নির্বাচনে ভেড়ামারা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু হেনা মোস্তফা কামাল মুকুল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যন পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে উপজেলার ১০টি ইউনিয়ন এবং দুটি পৌরসভার ১৩৯টি কেন্দ্রে। এই নির্বাচনে আড়াইহাজার উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুইজন আগেই নির্বাচিত হওয়ায় এখন শুধু চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সোমবার সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে পাঠানো হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও ইশতিয়াক আহাম্মেদ জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ,র্ যাব, বিজিবি ও আনসারের সমন্বয়ে নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উলস্নাহ জানান, নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। নির্বাচনে যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে তারা কাজ করবে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, আজ হচ্ছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নয়, সবার দৃষ্টি যেন চেয়ারম্যান প্রার্থী গুরু-শিষ্যের ওপর। ওই দুই প্রার্থীর এই লড়াইয়ে রায় দেবেন প্রায় পৌনে চার লাখ ভোটার। তাদের রায়ে শেষ বেলায় বিজয়ের মালা হবে কার এমন আলোচনা-সমালোচনায় মেতে উঠেছেন উপজেলাবাসী। উপজেলা নির্বাচন অফিস, সাধারণ ভোটার, প্রার্থী ও তাদের সমর্থক সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়ন ও কালিয়াকৈর পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে ভোটগ্রহণ হবে। এখানে মোট ভোটার তিন লাখ ৬৩ হাজার ৭৯৪ জন। মোট ভোটকেন্দ্র ১২৮টি এবং বুথ ৯৩৯টি। এর মধ্যে প্রায় অর্ধশত ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ও প্রায় ২০টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও কাউসার আহম্মেদ জানান, এই নির্বাচন উপলক্ষে এখানে ১০ জন ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে আজ দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্সসহ ভোটের সরঞ্জাম। ফকিরহাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন দুইজন। ফকিরহাট উপজেলায় মোট ভোটার এক লাখ ২৪ হাজার ৯৯৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৭২ জন এবং নারী ভোটার ৬২ হাজার ৯২৪ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান জানান, এই উপজেলায় মোট ভোটকেন্দ্র ৪৫টি। প্রিজাইডিং অফিসার থাকবেন ৪৫ জন। ফকিরহাটে সর্বত্রই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ কাজ করছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

 

ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। ভোটের মাঠে ৯ নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন মাঠে থাকবে। এ ছাড়া ভোটকেন্দ্রে সার্বক্ষণিক পুলিশ ও আনসার ব্যাটালিয়ন অবস্থান করবে।
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোল্লাহাটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ৩৯ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের মাধ্যমে এ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়।
এ সময় ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার শোভন সরকার প্রিজাইডিং অফিসারদের বলেন, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে। এতে সব ধরনের সহযোগিতা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক প্রমুখ।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দ্বিতীয় ধাপে আজ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যাতে অনুষ্ঠিত হয় সে লক্ষে ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। 
জানা গেছে, এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৫৭টি ও বুথ ৪০২টি। ৫৭ জন প্রিসাইডিং অফিসার, ৪০২ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৮০৪ জন পোলিং অফিসার ভোটগ্রহণের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ৫৭টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে শনাক্ত করা হয়েছে। ভোটকেন্দ্রে ১৯০ জন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে আরও ১১০ জনসহ মোট ৩০০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। কেন্দ্রের বুথ সংখ্যা ভেদে ১৩ থেকে ১৭ জন আনসার ভিডিপি সদস্যসহ মোট ৮০৭ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও উপজেলার ছয়টি ইউনিয়ন ও দু’টি পৌরসভায় ৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিন প্লাটুন বিজিবি, ১০ জন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও ১০ জন ব্যাটালিয়ন আনসার নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ৩৭১ জন। 
দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এ নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৯টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বিবেচনা করে আলাদা নজরদারিতে রাখা হয়েছে। 
সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও জান্নাত আরা তিথি জানান, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। কারচুপি ঠেকাতে ব্যালট পেপার পাঠানো হয় আজ সকালেই। নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কেন্দ্রগুলোতে যান। গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান নির্বাচনী সরঞ্জামাদি ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বুঝিয়ে দেন।
এর আগে ভোটকেন্দ্রে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার। গাংনী থানা চত্বরে নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। গাংনী উপজেলার ১০৭টি ভোটকেন্দ্রে ৬৫৪টি ভোটকক্ষে ভোট প্রদান করবেন ভোটাররা। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭৫৪। 
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার পূর্বধলায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। উপজেলায় তিনটি পদে সর্বমোট ২১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। শুরুতে চেয়ারম্যান পদে এখানে চারজন প্রার্থী থাকলেও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন (ঘোড়া) মাঝপথে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে এখানে ১১ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। আর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী রয়েছেন। 
উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, উপজেলায় ১১টি ইউনিয়নে ৮১টি কেন্দ্রে ৭৩২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ৮১ জন প্রিজাইডিং অফিসার, ৭৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৪৩৪ জন পোলিং অফিসারকে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলায় ২ লাখ ৭৪ হাজার ৭০৫ জন ভোটার রয়েছেন। 
ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার খবিরুল আহসান জানান, উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে একটি অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসন সদা তৎপর রয়েছে। 
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচন আজ। এবার রাজনগরে তিনটি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও চারজন প্রতিদ্ব›িদ্বতা করছেন। 
সূত্র জানায়, রাজনগর উপজেলায় ১ লাখ ৮৭ হাজার ৫৫২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ১৪৯ জন ও নারী ভোটার ৯১ হাজার ৪০৩ জন। উপজেলায় মোট ৬৭টি ভোট কেন্দ্র রয়েছে।
জেলা রিটানিং কর্মকর্তা আব্দুস সালাম চৌধুরী বলেন, রোববার মধ্যরাত থেকে নির্বাচনী প্রচারণা শেষ হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় সোমবার দুপুরে উপজেলার নির্বাচন কার্যালয় হতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
জানা গেছে,  সালথা উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৪২ হাজার ১৪৮ জন,  ৫০ কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান চারজন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন।
ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আনিছুর রহমান বালী বলেন, যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে। 
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ভোটাররা জল্পনা কল্পনা শেষ করে সৎ ও যোগ্য এবং যাকে আপদে-বিপদে কাছে পাবেন সেই প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য মনস্থির করেছেন। 
জানা গেছে, শিবালয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন তিন জন হেভিওয়েট প্রার্থী। এ উপজেলায় ১ লাখ ৫৪ হাজার ৪১ জন ভোটার রয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নের ৬৫ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। কয়েকটি নির্বাচনী সহিংসতার ঘটনার কারণে ভোটার উপস্থিতি কম হবে বলে স্থানীয় সচেতন ভোটাররা আশংকা করছেন। শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, নির্বাচন উপলক্ষে বিপুল সংখ্যক পুলিশ, আনসার, র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন নিয়োজিত থাকবেন। ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার বেলাল হোসেন বলেন, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই।