মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২০ মে ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সচেতনতামূলক ক্যাম্পেইন

\হস্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে জেলার সব ফিলিং স্টেশনে নো হেলমেট-নো ফুয়েল সচেতনতামূলক ক্যাম্পেইন রোববার শুরু হয়েছে। কলমাকান্দা উপজেলা সদরের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড পরিচালিত কলমাকান্দা ফিলিং স্টেশনে মোটর সাইকেল চালক এবং স্টাফদের মধ্যে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক। কর্মসূচিতে কলমাকান্দা থানার এসআই-এএসআইরা অংশগ্রহণ করেন। কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। জেলা পুলিশের পক্ষ থেকে নো হেলমেট নো ফুয়েল সচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

সেমিনার অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) 'অ্যাডভোকটিং হিউম্যান রাইটস ইন এইচএসটিইউ ক্যাম্পাস' শীর্ষক সেমিনার ও চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ একাডেমিক ভবনে সেমিনারে অতিথি এবং আলোচক ছিলেন পলিস্নশ্রী দিনাজপুরের জেন্ডার, জাস্টিস অ্যান্ড ট্রেনিং বিভাগের ম্যানেজার সামসুন নাহার এবং মানবসম্পদ বিভাগের প্রধান শামীমা বেগম পপি। এ ছাড়া ছিলেন সংগঠনটির সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা। সেমিনারে সভাপতিত্ব করেন সেইভ ইউথ হাবিপ্রবি চ্যাপ্টারের মডারেটর রনি কুমার দত্ত।

আলোচনা সভা

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর ৯ম মৃতু্যবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলার বাজিতপুরে মোরগ মহলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহআলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দলের সভাপতি অ্যাডভোকেট এহসানুল হুদা। অন্যদের মাধ্যে ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ।

গ্রাহক সমাবেশ

ম মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী জেলার মনোহরদী উপজেলাধীন ন্যাশনাল লাইফ ইনসু্যরেন্স কোম্পানি লিমিটেডের মনোহরদী নরসিংদী এরিয়া অফিস কর্তৃক মরহুম সেনাসদস্য গ্রাহক মহসীন সরদারের মৃতু্যর কারণে শুক্রবার ৫,১৬,৪০০ শত টাকা (৫ লাখ ১৬ হাজার ৪০০ টাকা মাত্র) একটি চেক প্রদান করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহাম্মদ ওমর ফারুক (এভিপি) ও এরিয়া ইনচার্জ নরসিংদী।

বর্ধিত সভা

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ও পৌর শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আসছে ৫ জুন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বিপস্নবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নয়নের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আমিরুল মোমেনিন মোমিন।

কর্মশালা অনুষ্ঠিত

ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা মিলনায়তনে সংস্থার সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া। প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মানের সঞ্চালনায় ও বান্দরবান অফিসের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (গবধষ) ফরহাদ আজিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ।

কুইজ প্রতিযোগিতা

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাব পুষ্টিগুণে' এই প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে এক কৈশোরকালীন পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাকলজোড়া ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের অংশগ্রহণে উপজেলা স্বাস্থ্য বিভাগের মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান। এ সময় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. জেবুন্নেছা ও বিভিন্ন স্কুলের শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শ্রেষ্ঠ ওসি

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেন। গত শনিবার সকালে জেলা পুলিশ লাইনসের ড্রিলশেডে আয়োজিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন ওসি আসলাম হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার ৯টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) মো. আসলাম হোসেন বলেন, এই সম্মাননার মধ্যদিয়ে আগামী দিনের দায়িত্ববোধ আরও বেড়ে গেলো। এই পুরস্কার আমাকে আগামীতে সদর থানার জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।

সেমিনার অনুষ্ঠিত

ম গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের উদ্যোগে 'বায়োপলিমার ফ্রম ক্রপ বায়োপ্রোডাক্ট ফর ক্যানসার সেল কালচার অ্যান্ড ক্লাইমেট ম্যানেজমেন্ট' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে বারি'র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে ক্যানসার কোষ কালচার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খাজা জি হোসেন, পিএইচডি, প্রফেসর অব বায়োলজি অ্যান্ড এনড্রিএসিইএস গবেষক, মেভিল স্টেট ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র। এ সময় ছিলেন পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুলস্নাহ ইউছুফ আখন্দ এবং বারি'র বিভিন্ন কেন্দ্র/বিভাগ/শাখার সিনিয়র বিজ্ঞানীরা।

প্রশিক্ষণ কর্মশালা

ম ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে শুদ্ধাচারের ভূমিকা' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রশাসন ভবনের তৃতীয় তলার সভাকক্ষে সহায়ক কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মশালা শুরু হয়। এপিএ টিমের আহ্বায়ক উপউপাচার্য অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমানের সভাপতিত্বে কর্মশালার শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান। রিসোর্স পার্সন ছিলেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও এপিএ ফোকাল পয়েন্ট কর্মকর্তা চন্দন কুমার দাস।

স্মার্ট কার্ড বিতরণ

ম লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইডিইএ এর প্রকল্প পরিচালক (দ্বিতীয় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। রোববার উপজেলার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে তিনি স্মার্ট কার্ডের বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে দেখেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, প্রকল্প উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার খালিদ হাসান, সহকারী পরিচালক এসএম ইকবাল, লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবদুল শুক্কুর, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুছা খালিদ জামিল, আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন, আধুনগর প্যানেল চেয়ারম্যান মো. আবদুল মন্নান, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই হিরু বিকাশ দে, এসআই মাসুদ আলম, এএসআই এসএম রাশেদসহ জনপ্রতিনিধি,সাংবাদিকসহ অন্যরা।

চেক বিতরণ

ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন প্রাকৃতিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার। রোববার উপজেলা পরিষদ হল রুমে বিতরণকালে তার সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী প্রমুখ।

কার্ড বিতরণ

\হশ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে শ্রীনগরে তিন হাজার শিক্ষার্থীর মাধ্যে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন (বিপিএএ)। রোববার শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে অত্র কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেনের সঞ্চলনায় অন্যদের মাধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম, শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে