রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

মোংলায় আচরণবিধি লঙ্ঘন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান

প্রার্থীদের জরিমানা
বাগেরহাট প্রতিনিধি
  ২০ মে ২০২৪, ০০:০০
মোংলায় আচরণবিধি লঙ্ঘন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান

চলমান ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের দায়ে বাগেরহাটের মোংলা উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আর্থিক জরিমানা করে সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোংলা উপজেলার সহকারী কমিশনার ভূমি তারিকুল ইসলাম শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার মোংলা পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রার্থীদের নির্বাচনী কার্যালয়ের সামনে ফটক তৈরি, নির্বাচনী কার্যালয়ে আলোকসজ্জা এবং প্রচারকারী গাড়িতে একাধিক মাইক ব্যবহারের দায়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু তাহের হাওলাদারকে ১০ হাজার টাকা, অপর চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনকে ১০ হাজার টাকা এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ওবায়দুল ইসলাম হিমেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে তাদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ প্রদান করেন। আগামী ২৯ মে তৃতীয় ধাপে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার তারিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে