মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

সন্ত্রাসী ও মাদককারবারিদের কঠোর হুঁশিয়ারি ফরিদপুর পুলিশ সুপারের

ফরিদপুর প্রতিনিধি
  ২০ মে ২০২৪, ০০:০০
সন্ত্রাসী ও মাদককারবারিদের কঠোর হুঁশিয়ারি ফরিদপুর পুলিশ সুপারের

ফরিদপুরের চিহ্নিত সন্ত্রাসী, মাদককারবারি, মাদক সেবনকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোরশেদ আলম। শনিবার সন্ধ্যায় ফরিদপুরের চর মাদবদিয়া ইউনিয়নের খলিল মন্ডলের বাজারে বিট পুলিশ সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, আগে মেয়েদের অনেক শ্রদ্ধা করা হতো, এখন মেয়েরা স্কুলে গেলে রাস্তায় ছেলেদের ইভটিজিংয়ের শিকার হতে হয়। একটি সুষ্ঠু, সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে প্রতিটি নাগরিকের সঠিকভাবে চলাফেরার নিশ্চিতের বিষয়টি ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, 'নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে নয় শুধু পুলিশ নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, কিশোর গ্যাং, সাইবার অপরাধ রোধ করতে হবে।'

ফরিদপুর কোতোয়ালী থানার আয়োজনে চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিনুর রহমান খোকন মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান, স্থানীয় স্কুল শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে