মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে বাংলাদেশ বলীয়ান -জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রকাশ | ২০ মে ২০২৪, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে বাংলাদেশ প্রবলভাবে বলীয়ান বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। শনিবার বিকালে কুড়িগ্রামের শেখ রাসেল অডিটোরিয়ামে একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকনের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন উপাচার্য। উপাচার্য বলেন, 'এই শক্তি আমাদের মানবিকতা শেখায়। এই শক্তি আমাদের সংবিধানের চার মূলনীতির ওপর ভিত্তি করে তৈরি। এই শক্তি অপূর্ব। আমাদের যে সৃজনশীলতা, গণতন্ত্র এবং সৃষ্টিশীল সমাজের বুনিয়াদ- এ সবকিছু আমাদের আত্মশক্তির পরিচায়ক। সুতরাং চলার পথে আমরা সকল বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে পারব যেটি হবে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনার মূল ভিত্তি।' তিনি আরও বলেন, 'আজ বঙ্গবন্ধু কন্যার সৃষ্টিশীল নেতৃত্বে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মানবিকতা আর সৃজনশীলতায় আজ আমরা বিশ্বে অনন্য স্থানে উপনীত। বিভিন্ন সংকট সমাধানে বাংলাদেশ যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বে বিরল।'