ভোলায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে মাঠে নেমেছে কোস্টগার্ড
প্রকাশ | ২০ মে ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, ভোলা
আগামী ২১ মে ভোলায় দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। রোববার দুপুর ১২টার দিকে রাজাপুর কন্টিনজেন্ট মধ্য ইলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর।
তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছেন। ভোলা সদর ও দৌলতখান উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ও চরাঞ্চলে অবস্থিত কেন্দ্রগুলোতে কোস্টগার্ড পর্যাপ্ত জনবল উচ্চগতিসম্পন্ন টহল বোটের মাধ্যমে সার্বক্ষণিক টহল কার্যত্রম পরিচালনা করছে। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য বাংলাদেশ কোস্টগার্ডের এ কার্যক্রম নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে।