রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

আনোয়ারায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের দাবি

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২০ মে ২০২৪, ০০:০০
আনোয়ারায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের দাবি

'চট্টগ্রামের আনোয়ারকে দুর্বৃত্তায়ন থেকে মুক্তি, দুর্নীতিমুক্ত প্রশাসন ও স্মার্ট উপজেলা বিনির্মাণে প্রত্যয়ে আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। দীর্ঘদিন পর উৎসবমুখর সুষ্ঠু পরিবেশে জনগণ ভোট দিতে আগ্রহী। আগামী ২৯ মে তারিখ জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আহ্বান রইল।'

শনিবার উপজেলার চাতরী চৌমুহনীতে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় এসব কথা বলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী মোজাম্মেল হক। তিনি সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, 'আপনাদের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চাই। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় নির্বাচনী পরিবেশ নষ্ট হোক তা আমাদের কাম্য নয়। উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দিতে এবার প্রস্তুত। ইতোমধ্যে আমাদের কর্মীদের নানাভাবে হুমকির দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'আমি নির্বাচিত হলে পরিকল্পিতভাবে উন্নয়নের মাধ্যমে আনোয়ারাকে স্মার্ট ও মডেল আনোয়ারায় পরিণত করা হবে। মাদকসহ নানা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর নাজিম উদ্দিন সুজন, নুরুল আনোয়ার, মাঈনুদ্দিন-খান পিন্টু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে