মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

নকলায় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ইশতেহার

নকলা (শেরপুর) প্রতিনিধি
  ২০ মে ২০২৪, ০০:০০
নকলায় চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ইশতেহার

শেরপুরের নকলায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ। রোববার পৌর শহরের পুরাতন হলচত্বরে তার নির্বাচনী প্রচারণা কেন্দ্রে ১৯ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি।

এ সময় অ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ বলেন, 'আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক স্মার্ট উপজেলা গড়ে তুলব। শিক্ষাক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করব। ভাষা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নকলায় পূর্ণাঙ্গ শহীদ মিনার করব এবং শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করব।

তিনি আরও বলেন, 'ঘুষ, দুর্নীতি, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও সন্ত্রাস নির্মূলে সবাইকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলব। ফায়ার সার্ভিস জটিলতা নিরসন, বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিংয়ের ব্যবস্থা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় একাডেমি গঠনে কাজ করব। বিভিন্ন সরকারি বরাদ্দ, ভাতা ও কৃষি প্রণোদনা সুষম বণ্টন নিশ্চিত করব।

সবশেষে তিনি বলেন, 'আমি যেহেতু দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নই, সেহেতু কোনো প্রকার দুর্নীতি প্রশ্রয় দিব না। এ সময় জেলা উপজেলার গণমাধ্যমকর্মীসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে