লক্ষ্ণীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
রোববার রায়পুর উপজেলা নির্বাচনের মোটর সাইকেল প্রতীক আলতাফ হোসেন হাওলাদার সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে আলতাফ মাস্টার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদের স্ত্রীর ভাই সংসদ সদস্য নূরউদ্দিন চৌধুরী নয়ন বিভিন্নভাবে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন।
প্রকাশ্যে এমপি নয়ন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন। মোটর সাইকেল সমর্থকদের বাড়ি-বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এবং মামুনুর রশিদের আনারসের পক্ষে কাজ করার জন্য কাজ করতে বলে আসছেন। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আলতাফ মাস্টার আরও বলেন, এমপি নয়ন ছাড়াও তার অনুসারী মোহাম্মদ আলী খোকন ও বাকি বিলস্নাহ মোটর সাইকেল সমর্থকদের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন বক্তব্য দিচ্ছেন। আমাকে হুমকি ও এলাকা ছাড়া করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
নির্বাচনের আগের দিন ও ভোটের দিন কিছুতেই এমপি নয়ন যেন প্রভাব বিস্তার না করতে পারে, সেদিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন আলতাফ মাস্টার।
একটি সুন্দর ও অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে মোটর সাইকেল প্রতীকের প্রার্থী আলতাফ মাস্টার লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশন, নির্বাচন সচিব, লক্ষ্ণীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসারের দপ্তরে অভিযোগ দিয়েছেন।