কালাইয়ে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধব

ভিন্ন দাবিতে দুই জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ

প্রকাশ | ২০ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
জয়পুরহাটের কালাইয়ে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন চাষিরা। এ ছাড়াও ভিন্ন দাবিতে দুই জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- কালাই (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের কালাইয়ে চলতি মৌসুমে বিভিন্ন হিমাগারে সংরক্ষিত আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন করেছেন আলু চাষিরা। রোববার দুপুরে পৌরসভার আরবি কোল্ডস্টোরেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পলিত হয়। বক্তারা জানান, গত বছর আলু সংরক্ষণের ভাড়া ছিল প্রতি কেজি চার টাকা দরে। এবারে প্রতি কেজিতে ভাড়া বাড়িয়ে সাড়ে পাঁচ টাকা করা হয়েছে। এতে কৃষরা অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক আজিজ মন্ডল, ফজলুল হক, রকি, মাফু, বেলাল হোসেন, রানা মিয়া, আব্দুল মোত্তালেব, সাইফুল, জহুরুল, মোস্তাফিজুর রহমান, আয়নাল, আলিম প্রমুখ। ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, হোস্টেলে সিট ও খাবার বাণিজ্যসহ শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য জামালপুরের ইসলামপুর শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ্‌ টেকনোলজির লেকচারার ডা. শাহ্‌ মোখলেছুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার ইনস্টিটিউটের ক্যাম্পাস এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে ডা. শাহ্‌ মোখলেছুর রহমানের সঙ্গে মুঠোফেনে কথা হলে তিনি উপরোক্ত অভিযোগ অস্বীকার করে বলেন, 'অসত্য, মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।' অধ্যক্ষ মুহাম্মদ মজিবুর রহমান জানান, 'শিক্ষার্থীদের আন্দোলন ইসু্যগুলো স্থানীয়ভাবে সমাধান করা হবে।' নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদে নির্বাচন বানচাল করার উদ্যেশ্যে মামলা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক ও গ্রামবাসী। শুক্রবার মাদ্রাসা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিভাবক সদস্য আব্দুর রশিদ ও অভিভাবক জিএম রহমান গত ১৪ মে নন্দীগ্রাম সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করেন। এ নিয়ে অভিভাবক ও গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অভিভাবক সদস্য পদে নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের দাবি জানান।