মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
  ২০ মে ২০২৪, ০০:০০
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।

জানা গেছে, কাশিয়ানী থেকে মোটর সাইকেল যোগে গোপালগঞ্জ ফ?জিলাতু?ন্নেসা মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস ও এম.এইচ.খান কলেজের শিক্ষক বাবুল সরকার এবং ইমাদ পরিবহণের সুপারভাইজার জুয়েল মোলস্না জেলা শহরে আসছিলেন। শহরের কাছেই হরিদাশপুর এলাকায় পৌঁছালে তাদের মোটর সাইকেলটিকে সেতু পরিবহণের একটি বাস ধাক্কা দেয়। এতে তারা তিনজনই ছিটকে পড়ে মারাত্মক আহত হন। তাদের আহত অবস্থায় গোপালগঞ্জ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মোলস্না মারা যায়। আহত ২ শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মে?ডি?কেল ক?লেজ হাসপাতালে নেওয়া হলে সোখানে কর্তব?্যরত চি?কিৎসক তাদের মৃত ঘোষণা ক?রেন।

অপরদিকে, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চাপাইল সড়কে ট্রলির নিচে চাপা পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থী রামিম শেখ মারাত্মক আহত হয়। পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত রামিম শেখ (১০) সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া গ্রামের বাবু শেখের ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে