গফরগাঁওয়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

প্রকাশ | ২০ মে ২০২৪, ০০:০০

গফরগাঁওয় (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৩ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউ পাস করতে পারেনি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- রৌহা এ বি বালিকা দাখিল মাদ্রাসা, দক্ষিণ টাংগাব বালিকা দাখিল মাদ্রাসা ও ভুষভুষিয়া হালিমা দাখিল মাদ্রাসা। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রৌহা এ বি বালিকা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী ছিল ১২জন, দক্ষিণ টাংগাব বালিকা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী ছিল ১৩জন ও ভুষভুষিয়া হালিমা দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী ছিল ১৮জন। তবে পরীক্ষায় অংশ নেওয়া এসব শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি। উপজেলার টাংগাব ইউনিয়নের রৌহা গ্রামে অবস্থিত রৌহা এ বি বালিকা দাখিল মাদ্রাসার সুপার শাহাবউদ্দিন শেক বলেন, এ সেশনটিতে করোনা মহামারীর কারনে মাদ্রাসা দীর্ঘদিন বন্ধ থাকায় ফল বিপর্যয় হয়। উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ভুষভূষিয়া গ্রামে অবস্থিত ভুষভুষিয়া হালিমা দাখিল মাদ্রাসার সুপার আব্দুছ সোবহান পালোয়ান (সুলতান) বলেন, এ বছর সব শিক্ষার্থীরা অংকে খারাপ করেছে। উপজেলার টাংগাব ইউনিয়নের টাংগাব গ্রামে অবস্থিত দক্ষিণ টাংগাব বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. আতিকুলস্নাহ বলেন, বিগত ৩বছর শতভাগ পাস করেছিল। করোনা মহামারীর কারনে অটোপাস দেওয়া শিক্ষার্থীরাই এবার ফলাফল খারাপ করেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, যে ৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজনও পাস করেনি তাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আমরা চেষ্টা করবো গফরগাঁওয়ে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না হয়। ইউএনও রুবাইয়া ইয়াসমিন বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি সেগুলোর ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।