'হাটহাজারীর শান্তি বজায় রাখতে ভালো মানুষকে ভোট দিন'
প্রকাশ | ২০ মে ২০২৪, ০০:০০
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, 'জাতীয় নির্বাচনে যেভাবে হাটহাজারীতে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনও তেমন হবে। সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। হাটহাজারী শান্তির জায়গা, শান্তি বজায় রাখতে ভালো মানুষকে ভোট দিবেন।' শনিবার হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয় উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কার্যালয় উদ্বোধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল নাথ। দপ্তর সম্পাদক মুহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জামান, পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান, বিরোধীদলীয় উপনেতার একান্ত সহকারী সচিব সৈয়দ মঞ্জুর আলম, অ্যাডভোকেট মো. ইসমাইল, সংগঠনের সহ-সভাপতি জাহেদ মঞ্জু, অর্থ সম্পাদক আবুল মনছুর।
শুরুতে সংগঠনের বিভিন্ন কার্যকলাপ তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আসলাম পারভেজ, যুগ্ম-সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সম্পাদক জাহেদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) সুমন পলস্নব প্রমুখ উপস্থিত ছিলেন।