রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

এমপি থাকাকালে আমার কোনো সম্পদ হবে না -ব্যারিস্টার সুমন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
  ২০ মে ২০২৪, ০০:০০
হবিগঞ্জের চুনারুঘাটে প্রোসয়েল ফাউন্ডেশন কনসালটেন্ট আয়োজিত স্টেকহোল্ডার মিটিংয়ে বক্তব্য রাখেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি -যাযাদি

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, 'মহান সংসদে আমাকে নিয়ে বিচার। আমার অপরাধ এমপি হওয়ার পর জননেত্রী শেখ হসিনার সরকার যা যা বরাদ্দ দিয়েছেন সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরি। আমি আগে জানতাম না এমপিরা কত সম্মানী পান। আমি মনে করি এটা লুকানোর কিছু নাই।'

শনিবার হবিগঞ্জের চুনারুঘাট পৌরশহরের মধ্য বাজারে প্রোসয়েল ফাউন্ডেশন কনসালট্যান্ট আয়োজিত স্টেকহোল্ডার মিটিং এসব কথা বলেন তিনি।

সুমন এমপি বলেন, 'বিরোধীদলীয় চিপ হুইপ এমপি মুজিবুল হক চুন্নু স্পিকারের কাছে বিচার প্রার্থী হয়েছেন। ওনার বক্তব্য ছিল আমি যাতে কোনোভাবেই ফেসবুকে সম্মানী, বরাদ্দ না জানাই।'

তিনি আরও বলেন, 'জগদীশপুর-চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়ক প্রশস্তকরণের কাজ দ্রম্নত সময়ের মধ্যে শুরু হবে। মাত্র চার মাস সময়ে চুনারুঘাট-মাধবপুরে যে উন্নয়ন কাজ চলছে আমি যদি বেঁচে থাকি তাহলে চুনারুঘাট-মাধবপুরের চিত্র পাল্টিয়ে দেব।'

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রকোশলী শেখ রায়হান আকবর, কনসালট্যান্ট হাবিবুর রহমান, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, জুনাইদ আহম্মেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে