মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

রাজশাহীতে স্বাচিপের চার জেলার সম্মেলন

রাজশাহী অফিস
  ২০ মে ২০২৪, ০০:০০
স্বাচিপ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অতিথিরা -যাযাদি

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে জাতীয় ও সংগঠনের পতাকা এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।

পরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নওশাদ আলী। সম্মেলনে সভাপতিত্ব করেন স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. চিন্ময় কান্তি দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে