হিসাব বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতি সিএজির নির্দেশনা

প্রকাশ | ১৯ মে ২০২৪, ০০:০০

সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়ে শনিবার হিসাব মহানিয়ন্ত্রকের আওতাধীন ঢাকা এবং ময়মনসিংহ বিভাগীয় হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় এবং অধীনস্থ ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের নিয়ে সেবার মান আরও সুসংহতকরণ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় ডেপুটি সিএজি (এএন্ডআর) মো. রেফায়েত উলস্নাহ, অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (প্রশাসন) এ এইচ এম শামসুর রহমান, সহনিরীক্ষা ও হিসাব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিএজি তার বক্তব্যে সংশ্লিষ্ট সবাইকে সততা, কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য সার্ভিস ডেলিভারী ফিডব্যাক সিস্টেম নিয়মিত মনিটরিংয়ের ওপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি পেনশনার, চাকরিজীবী ও অন্যান্য সেবাগ্রহীতাদের পেনশনসহ অন্যান্য সেবা আরও দ্রম্নততার সঙ্গে প্রদান এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিরীক্ষা ও হিসাব বিভাগকে একটি আধুনিক, স্মার্ট ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।