বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি

যাযাদি রিপোর্ট
  ১৯ মে ২০২৪, ০০:০০
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট যেন খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নে কাজে লাগে, সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে সেই দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। একইসঙ্গে দুর্নীতি ও অর্থপাচার এবং অর্থের অপচয় বন্ধের দাবিও জানান সংগঠনের সদস্যরা।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ সব দাবি জানানো হয়। এতে সুন্দরবন বাঁচাও আন্দোলন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), নলেজ সোসাইটি, সিএসআরএল, স্টেপস, ক্লিন বাংলাদেশ, ওয়াটার কিপার্স বাংলাদেশ, কর্মজীবী নারী, বাংলাদেশ কৃষক ফেডারেশন, বিডিসিএসও প্রসেস, যাত্রাবাড়ী গার্মেন্টস ফেডারেশন এবং ইয়াং চেঞ্জ মেকারের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী জুনের প্রথম সপ্তাহে এ যাবৎকালের সবচেয়ে বড় বাজেট আসছে। বিভিন্ন পণ্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করবে কে আমজনতার পকেট খালি করার যত পরামর্শ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সাধারণ মানুষ কষ্টে আছে। আমরা চাই, এই বাজেট যেন খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নে কাজে লাগে।

তারা বলেন, আমরা বরাবরই দেখি কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে তেমন বরাদ্দ থাকে না। এটি দুঃখজনক। কর্মসংস্থানের সৃষ্টি না হলে একটি দেশের উন্নতি হবে কীভাবে দেশ এগিয়ে যাবে কীভাবে দেশে শিল্পায়নের বিকাশ দরকার। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান এবং উদ্যোক্তা সৃষ্টির সুনির্দিষ্ট পরিকল্পনার দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে