সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ মে ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
আলোচনা সভা ম স্টাফ রিপোর্টার, রাজবাড়ী রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে আলেম-উলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজবাড়ী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু এরশাদ মো. সিরাজুম মনির, মাওলানা মোস্তফা সিরাজুল কবির প্রমুখ। মতবিনিময় সভা ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রির্টানিং অফিসার মো. রাফিকুজ্জামান, মো. আব্দুর রহিম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম পিপিএম, মোছা. হোসনে আরা প্রমুখ। পুরস্কার বিতরণ ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি পাবনা জেলা দুর্নীতি দমন কমিশন ও আটঘরিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা ও বিজয়ীদের মাধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম, সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহম্মদ ইয়াসিন। এ ছাড়া বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাদিউল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রামকৃষ্ণ চন্দ্র, সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া। শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা ম নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন নলছিটির উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মু. আনোয়ার আজীম। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এ বরিশাল বিভাগের ছয়টি জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এরপর তিনি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বরিশাল বিভাগের পক্ষে অংশগ্রহণ করবেন বলেও অভিমত ব্যক্ত করেন। উলেস্নখ্য, মু. আনোয়ার আজীম এর আগেও বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয়বারের মতো বরিশাল বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। মেশিন বিতরণ ম বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর বদলগাছীতে কৃষকদের মাধ্যে ৫০% ছাড়ে সর্বাধুনিক কম্বাইন হারবেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ হলরুমে, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সোহাগের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দনাথ চক্রবর্তী সৌরেন। বিশেষ অতিথি ছিলেন বদলগাছী উপজেলা পরিষদ চেয়ারম্যান ছামছুল আলম খান, ভাইস চেয়ারম্যান রেজুয়ান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবু খালেদ বুলু, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল রহমান। ক্রীড়াসামগ্রী বিতরণ ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নে ক্রীড়াসামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা। শনিবার রামহরি পাড়ায় বুড়িঘাটের বিভিন্ন ওয়ার্ডের ক্রীড়া সংগঠক ও ক্লাবকে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় ছিলেন মহিলা প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমা, ইউপি সদস্য মোস্তফা খান, মিজানুর রহমান, উদ্যোক্তা মিন্টু চাকমাসহ অন্য ওয়ার্ডের সদস্যরা। সচেতনতামূলক সমাবেশ ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে আদিবাসীদের সামাজিক অধিকার নিশ্চিতকরণ শীর্ষক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী দক্ষিণ চকযদু মাহালীপাড়া গির্জা প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করেন গ্রামের মানঝি মাইকেল হেমরম। দক্ষিণ চকযদু গ্রামের আদিবাসীদের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সমাবেশে বক্তব্য রাখেন ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইলিয়াস মার্ডি, ওয়ার্ল্ড ভিশনের প্রোগাম অফিসার নাথন চৌকিদার, রাজশাহী থেকে আগত ফিলিপ হাসদা, অনুষ্ঠানের সঞ্চালক আগ্রাদ্বিগুণ কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক প্যাট্রিক বাস্কে, দক্ষিণ চকযদু গ্রামের মানঝি কর্নেলিউস বাস্কে, আলফ্রেড টুডু, প্রার্থনা পরিচালক পাস্কায়েল হেমরম, গ্রাম্য পশু চিকিৎসক রাফায়েল সরেন প্রমুখ। ওরিয়েন্টেশন ম স্টাফ রিপোর্টার, নীলফামারী ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে শনিবার দিনব্যাপী জেলা সদরের টুপামারী কিসামত দোগাছি গ্রামের ২০ জন নারী কৃষকদের নিয়ে বাজারের তথ্য আ্যক্সেস করতে মোবাইল প্রযুক্তির ব্যবহার, প্রচার প্রচারণা, পরামর্শক বিষয়ক একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন উপসহকারী কৃষি অফিসার মুশফিকুর রহমান। এতে কৃষকদের মাধ্যে মোবাইল প্রযুক্তির ব্যবহার এবং অ্যাপস ব্যবহারের মাধ্যমে কৃষি পরামর্শ পেতে পরামর্শ প্রদান করা হয়। মুশফিকুর রহমান বলেন, মোবাইল প্রযুক্তি মাধ্যমে অ্যাপস ব্যবহার করে কৃষকরা নিজে থেকেই সব রকম কৃষি পরামর্শ পাবেন। এ ছাড়াও অ্যাপস ব্যবহার করে প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধে আপডেট খবর পাবেন কৃষকরা। প্রযুক্তি সপ্তাহ ম স্টাফ রিপোর্টার, রাজবাড়ী 'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার রাজবাড়ীতে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন- জেলা প্রশাসক আবু কায়সার খান। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম, রাজবাড়ীর জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলীপ কর, সহকারী অধ্যাপক আবুলস্নাহিল হাসান ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস। ক্রীড়া প্রতিযোগিতা ম ঝিনাইদহ প্রতিনিধি 'কৈশোর কর্মসূচি, মেধা ও মননে সুন্দর আগামী' এই শ্লোগানে ঝিনাইদহে উপজেলা পর্যায়ে কৈশোর মেলা মেরাথন দৌড় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পবহাটী বলফিল্ডে পলস্নী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সৃজনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সোহেলী পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান এম. হারুন অর রশীদ। বিশেষ অতিথি ছিলেন- ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সৃজনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. সারাফত হোসেন, সৃজনী ফাউন্ডেশনের ব্যবস্থাপক (অর্থ) অর্জুন কুমার মজুমদার ও কৈশোর কর্মসূচির ফোকাল পার্সন এসএম শান্তনুর রহমান। পুরস্কার বিতরণী ম ঝিনাইদহ প্রতিনিধি 'স্বপ্ন যখন ভেসে বেড়ায় ধরবে বল কে স্বপ্ন দেখে খুদে শিল্পী হবে সেরা আঁকিয়ে' এ শ্লোগানে ঝিনাইদহে স্বপ্নচারু একাডেমি অব ফাইন আর্টস আয়োজিত সেরা আঁকিয়ে আউটডোরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের প্রান্তিক সাংস্কৃতিক পলস্নী ও শিশুপার্কে উপজেলার হাটগোপালপুর শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক এটিএম সামসুজ্জামানের সভাপতিত্বে ও স্বপ্নচারু একাডেমি অব ফাইন আর্টসের পরিচালক শাহিন চারুদেশ'র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। সম্মাননা স্মারক প্রদান ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার চৌদ্দগ্রামের তারাশাইল উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মো. ওয়ালী উল্যাহ, পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ উল্যাহ ভূঁইয়া ও মরকটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম। মতবিনিময় সভা ম রাজশাহী অফিস রাজশাহীতে গ্রামীণ ব্যাংক রাজশাহী জোনের সকলস্তরের কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জোনাল ম্যানেজার আ ক ম শামসুদ্দোহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম সাইফুল মজিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সাহা, মহাব্যবস্থাপক আবু হায়াত আব্দুল মোত্তালিবম, রাজশাহী জোনাল অডিট অফিসার মনিরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ম্যানেজার আব্দুল ওয়াদুদ সরকার। দোয়া ও মিলাদ ম গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নলমুড়ী ইউনিয়নের হাটুরিয়া মিয়া বাড়ির কৃতী সন্তান, আলহাজ শামসুর রহমানের (শাহজাদা মিঞা) রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের অডিটোরিয়মে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোসাইরহাট উপজেলা শাখা কমান্ডের আয়োজনে সামন্তসার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রব সরদারের সঞ্চলনায় অনুষ্ঠানে ছিলেন আলহাজ শামসুর রহমানের (শাহজাদা মিঞা) মেজো ছেলে জিয়াউর রহমান আহাদ মিঞা, যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু সৈয়াল, নলমুড়ি ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান মিঞা। সমন্বয় সভা ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বোচাগঞ্জে আসন্ন ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সমন্বয় সভা করেছে উপজেলা প্রশাসন। শনিবার উপজেলা সভা কক্ষে ইউএনও মো. ডালিম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, এ্যাসিল্যান্ড সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বক্কর রাসেল। এ সময় ছিলেন সকল ইউনিয়ন চেয়ারম্যান, এনএসআই, ডিজিএফ, বিজিবি, আনসার ভিডিপি এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। টেকনোলজি উদ্বোধন ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের উখিয়ায় দক্ষতা অর্জন ও মানবসম্পদ উন্নয়নে প্রত্যাশী ইনস্টিটিউট অফ টেকনোলজি (পিআইটি) আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শনিবার উপজেলার হিজলিয়া স্টেশনে প্রতিষ্ঠিত প্রত্যাশী ইনস্টিটিউট অব টেকনোলজি (পিআইটি) উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুরেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান মো. ফসি উলস্নাহ। এনজিও সংস্থা প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন প্রত্যাশীর উপদেষ্টা প্রফেসর রাশেদা খানম, উপ-নির্বাহী পরিচালক সৈয়দ শহীদ উদ্দিন, মাইক্রো ফাইন্যান্স পরিচালক নাসিম হায়দার শাহিন। ঈদ পুনর্মিলনী ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল চত্বরে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আব্দুর রঊফ খলিফার সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, আব্দুল জব্বার মাল, মো. সিরাজুল হক, আব্দুল হক, স্নিগদেন্ধু বাউল। সমাবেশ অনুষ্ঠিত ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, অশ্লীলতা, সন্ত্রাস এবং জঙ্গিবাদ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বকশীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পৌর শহরের এনএম উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। শেরপুর কলেজের সহকারী অধ্যাপক মোতাসিম বিলস্নাহ রুবেলের সঞ্চালনায় এবং থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী। আলোচনা সভা ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে পোলট্রি খামারিদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ। শনিবার মেসার্স নাযিফা পোলট্রি ফিডের আয়োজনে উপজেলার হলিদাগাছিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেসার্স নাজিফা পোলট্রি ফিড ইন্ড্রাস্টিজ লিমিটেড প্রোপাইটার মো. নুর নবী। প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ। আলমাস ফিড ইন্ড্রাস্টিজ লিমিটেডের বিক্রয় কেন্দ্রর উদ্বোধক ছিলেন ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন, আলমা ফিড ইন্ড্রাস্টিজ লিমিটেডের এজিএম মো. গোলাম রসুল।