মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

গফরগাঁওয়ে হত্যা মামলার আসামির বাড়িতে অগ্নিসংযোগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৯ মে ২০২৪, ০০:০০
গফরগাঁওয়ে হত্যা মামলার আসামির বাড়িতে অগ্নিসংযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা মামলার আসামির বাড়িতে বাদী পক্ষের লোকজনের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার পাগলা থানায় মামলা অভিযোগ দায়ের করেছে।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাখঁচূড়া গ্রামের মৃত লাইছউদ্দিন মেম্বারের পরিবারের সঙ্গে বসতঘরের জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার আমিন মিয়ার পরিবারের সঙ্গে। এ ঘটনায় গত ২০ এপ্রিল উভয় পক্ষের লোকজনের মারামারির ঘটনায় হত্যাকান্ড সংঘঠিত হয়। পরে রিমন মিয়া ও তার পরিবারের সদস্যদের আসামি করে হত্যা মামলা দায়ের করে আমিন মিয়ার ছেলে সোহেল মিয়া। পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার দিবাগত রাতে রিমনদের বসত ঘরে দাহ্য পদার্থ দিয়ে প্রতিবেশী সুজন, রেনু মিয়া, আমিন, মোতালেব খান ও আজহারুল সংঘবদ্ধ হয়ে অগ্নিসংযোগ করে। পরে এলাকাবাসী গফরগাঁও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়। পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার বলেন, 'শাঁখচূড়া গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে