রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

বাজিতপুরে স্মার্টকার্ডধারী ৯ আনসার সদস্য পাচ্ছেন না বেতন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১৯ মে ২০২৪, ০০:০০
বাজিতপুরে স্মার্টকার্ডধারী ৯ আনসার সদস্য পাচ্ছেন না বেতন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাজিতপুর রেলওয়ে স্টেশন হতে বরখারচর ব্রিজ ও সরারচর-মানিকখালী মাঝে বগামারা ব্রিজ পর্যন্ত ২৪ ডিসেম্বর হতে কর্তব্যরত স্মার্ট কার্ডধারী ৯ জন আনসার সদস্য ৬০ দিনের বেতন এখনো পাননি। ফলে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। এ আনসার সদস্যরা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, জেলা আনসার অ্যাডজুড্যান্টকে বিভিন্ন সময় লিখিতভাবে বললেও এর কোনো প্রতিকার পাচ্ছেন না।

জানা যায়, প্রতিজন স্মার্টকার্ডধারী আনসার সদস্য ৮ ঘণ্টা কাজ করার পরেও বর্ধিত আরও ৪ ঘণ্টা কাজ করেন। কিন্তু এখন পর্যন্ত তাদের মাসিক বেতন পাচ্ছেন না।

স্মার্টকার্ডধারী আনসার সদস্য সবুজ মিয়া বলেন, রেলওয়ের ডিউটি করার বেতন না পাওয়ায় তিনি সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলেও এর কোনো সুরাহা পাচ্ছেন না।

বাজিতপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জাকির হোসেন বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন। কিশোরগঞ্জ জেলা অ্যাডজুড্যান্ট সুব্রত চৌধুরী বলেন, অচিরেই তাদের বেতন-ভাতাদির বিষয়ে ব্যবস্থা নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে